বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

ঢাকা আরবান কো-অপারেটিভ ব্যাংকের চার কর্তার নামে মামলা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে অর্থ আত্মসাতের অভিযোগে দি ঢাকা আরবান কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যানসহ সাবেক চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। সদর উপজেলার পশ্চিম ডাঙ্গা গ্রামের সামছুদ্দিন হাওলাদারের ছেলে হাসিব গতকাল বাগেরহাট বিশেষ জজ আদালতে মামলাটি করেন। আসামিরা হলেন— ব্যাংকের চেয়ারম্যান পিরোজপুর জেলার আরজ আলীর ছেলে মোশারেফ হোসেন, বাগেরহাট শাখার সাবেক ব্যবস্থাপক সদর উপজেলার নিরোধ বিহারীর ছেলে নিহার রঞ্জন, সাবেক সিনিয়র সহকারী কর্মকর্তা পশ্চিমডাঙ্গার অনিল কৃষ্ণের ছেলে মিঠুন ও সাবেক ফিল্ড অফিসার নিহার রঞ্জনের ভাই নিঝুম হালদার। প্রসঙ্গত, গত ২৪ নভেম্বর ব্যাংকটির বিরুদ্ধে তিন শতাধিক গ্রাহকের ১০ কোটি টাকা আত্মস্বার্থের অভিযোগ এনে বাগেরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন ক্ষতিগ্রস্ত গ্রাহকরা। তারা অভিযোগ করেন প্রতিষ্ঠানটির কার্যক্রম অব্যাহত থাকেলেও কর্তৃপক্ষ গ্রাহকদের জমা টাকা ফেরত দিচ্ছে না।

সর্বশেষ খবর