শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা
গোপালগঞ্জ

বিজয় দিবসের ব্যানার টানানো নিয়ে আ.লীগে উত্তেজনা

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে বিজয় দিবসের ব্যানার টানানো নিয়ে আওয়ামী লীগের দুই নেতার সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া বাজারে গতকাল বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মুকুল বোসের বিজয় দিবসের শুভেচ্ছা ব্যানার টানাতে গেলে দলের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খানের সমর্থকরা বাধা দেন। এ সময় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসম্বলিত টানানো ব্যানার নামিয়ে কেটে ফেলেন তারা। এ নিয়ে দুই নেতার লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মুকুল বোসের অভিযোগ, ফারুক খানের ভাতিজা খান্দারপাড়া ইউপি চেয়ারম্যান সাব্বির খানের সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে। তিনি বলেন, ‘যারা আওয়ামী লীগবিরোধী তারাই বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি কাটতে পারে। তারা ছবি কেটেই ক্ষ্যান্ত হয়নি, ছবির অবমাননা করেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি’। ইউপি চেয়ারম্যান সাব্বির খান বলেন, ‘মুকুল বোসের সমর্থক বেল্লাল স্থানীয় এমপি ফারুক খানের ছবি সরিয়ে সেখানে মুকুল বোসের শুভেচ্ছা ব্যানার টানিয়েছে। এতে বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আমরাও আওয়ামী লীগ করি। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আমার সমর্থকরা বঙ্গবন্ধুর ছবি কোপায়নি, অবমাননাও করেনি’। মুকসুদপুর থানার ওসি আজিজুর রহমান জানান, দুই পক্ষ পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছে। পরিস্থিতি এখন শান্ত। ফের এ ধরনের ঘটনা ঘটলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর