শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

গ্যাসের অভাবে তিন বছর কারখানায় উৎপাদন বন্ধ

মালিক-শ্রমিকদের দুঃসহ জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি

বর্জ্য কাগজ থেকে হার্ডবোর্ড তৈরির উত্তরবঙ্গের একমাত্র কারখানা সিরাজগঞ্জের কান্দাপাড়ার ‘যমুনা পেপার অ্যান্ড বোর্ড মিলটি’ গ্যাস সংযোগের অভাবে তিন বছর ধরে বন্ধ রয়েছে। এতে একদিকে মিলের শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন, অন্যদিকে ঋণে জর্জরিত হয়ে পথে বসার উপক্রম হয়েছে মিলমালিকের। এ অবস্থায় মালিক-শ্রমিক-ব্যবসায়ীরা ক্ষুদ্র শিল্পটি টিকিয়ে রাখতে সরকারের কাছে জরুরি ভিত্তিতে গ্যাস সংযোগের দাবি জানিয়েছেন। মালিক আবুল কালাম বলেন, ‘মিলটি কিছুদিন চালু থাকার পর গ্যাসের অভাবে বন্ধ করে রাখা হয়েছে। সুদের অংক বেড়ে দেড় কোটি ছাড়িয়েছে। ব্যাংক মামলার প্রস্তুতি নিচ্ছে। মিল বিক্রি করেও ঋণ শোধের উপায় নেই। পরিবার-পরিজন নিয়ে পথে বসার উপক্রম হয়েছে। সরকার সহৃদয় হয়ে গ্যাসের ব্যবস্থা করে দিলে ঘুরে দাঁড়াতে পারব। নয়তো আত্মহত্যা ছাড়া উপায় নেই’। শ্রমিকদের অভিযোগ, গ্যাস সংযোগের অভাবে মিলটি বন্ধ থাকায় শতাধিক শ্রমিক বেকার হয়ে পড়েছেন। খেয়ে না খেয়ে দিনযাপন করছেন তারা। ঢাকা ব্যাংকের ম্যানেজার মনির হোসেন জানান, ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিবেশবান্ধব কারখানা গড়ে তুলেছিল। গ্যাস না পাওয়ায় তা তিন বছর ধরে বন্ধ থাকায় নিঃস্ব হয়ে পড়েছেন মালিক। পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির মহাব্যবস্থাপক (বিপণন) কামরুজ্জামান জানান, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা কমিটিতে অনুমোদন না হওয়ায় গ্যাস সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আদালতের নির্দেশনাসহ পুনরায় উপদেষ্টা কমিটিতে পাঠানো হয়েছে। কমিটি অনুমোদন দিলে সংযোগের ব্যবস্থা করা হবে। জানা যায়, সিরাজগঞ্জ শহরের কান্দাপাড়ার আবুল কালাম একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ও ক্ষুদ্র শিল্পোক্তা। পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির আশ্বাসে ব্যাংক ও স্বজনদের কাছ থেকে ঋণ নিয়ে ৮০ লাখ টাকা ব্যয়ে তিনি স্থাপন করেন বর্জ্য কাগজ থেকে হার্ডবোর্ড তৈরির কারখানা। শুরুতে গ্যাস সংযোগ না পাওয়ায় সিলিন্ডার ব্যবহার করে উৎপাদন শুরু করলেও সিলিন্ডার সময়মতো না পাওয়া ও খরচ বেশি পড়ায় ক্ষতির সম্মুখীন হন। গ্যাস সংযোগের জন্য বারবার দ্বারস্থ হন পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির কাছে। অনেক চেষ্টার পরও সংযোগ না পেয়ে উচ্চ আদালতে যান। আদালত ক্ষুদ্র শিল্পটি টিকিয়ে রাখার জন্য গ্যাস সংযোগের নির্দেশ দেয়। এরপরও গ্যাস না দেওয়ায় কারখানাটি বন্ধ হয়ে যায়।

সর্বশেষ খবর