শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

জমে উঠেছে বোদা পৌরসভা নির্বাচন

পঞ্চগড় প্রতিনিধি

দীর্ঘ ১৭ বছর অপেক্ষার পর ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চগড়ের বোদা পৌরসভা নির্বাচন। এই নির্বাচন ঘিরে বোদায় বইছে আনন্দের বন্যা। ভোটাধিকার প্রয়োগের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে চলায় পৌরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তবে নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন ২০ দলীয় জোটের প্রার্থীরা। বাড়ি বাড়ি গিয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে নিজেদের প্রতীকে ভোট চাচ্ছেন প্রার্থীরা। ভোটাররা বলছেন, প্রতীক কোনো বিষয় নয়। ব্যক্তি হিসেবে যিনি জনগণের সেবা করবেন তাকেই ভোট দেবেন। উল্লেখ্য, ২০০১ সালে বোদা উপজেলার কিছু অংশকে পৌরসভা হিসেবে ঘোষণা করা হয়। এতদিন সীমান্ত জটিলতার কারণে নির্বাচন কমিশন এই পৌরসভায় নির্বাচন আয়োজন করতে পারেনি। জটিলতা নিরসনের পর সম্প্রতি আগামী ২৮ ডিসেম্বর নির্বাচনের ঘোষণা দেয় কমিশন।

সর্বশেষ খবর