শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

পাল্টা কর্মসূচি ঘিরে উত্তপ্ত কিশোরগঞ্জ প্রেস ক্লাব

কিশোরগঞ্জ প্রতিনিধি

সাংবাদিকদের দুটি পক্ষের পাল্টা কর্মসূচি ঘিরে কিশোরগঞ্জ প্রেস ক্লাবে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। শনিবার (আজ) প্রেস ক্লাবে একটি পক্ষের নির্বাচনে ভোট গ্রহণের কথা রয়েছে। অপরদিকে সাংবাদিকদের আরেক অংশ ভোট গ্রহণের সময় ক্লাবে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। এ নিয়ে উভয়পক্ষে উত্তেজনা চলছে। প্রেস ক্লাবের নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে একটি অংশ ভুয়া ভোটার তালিকার অভিযোগ তোলে। এ অংশের নেতৃত্বে থাকা প্রবীণ সাংবাদিক আহমেদ উল্লাহ বলেন, ‘মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি বর্তমানে প্রেস ক্লাব পরিচালনা করছে। বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অনেকে সাংবাদিক সদস্য হিসেবে ভোটার হলেও বাস্তবে তারা অসাংবাদিক’। তার ভাষ্য, আমরা সাংবাদিকবান্ধব প্রেস ক্লাব চাই। সাংবাদিকদের বৃহৎ অংশ নিয়ে এ দাবিতে ইতোমধ্যে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। অন্যদিকে ক্লাবের বর্তমান কমিটি যে কোনো পন্থায় নির্বাচন করার পক্ষে। এ ব্যাপারে সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী বলেন, ‘কমিটির বসার মতামত নিয়েই নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আমরা নিয়মতান্ত্রিক পন্থায় নির্বাচন করতে চাই’। ভুয়া ভোটারের বিষয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি।

সর্বশেষ খবর