শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

এক পলক

শ্মশানে যুবকের লাশ

নারায়ণগঞ্জের ফতুল্লার উত্তর নরসিংপুর মুসলিমনগর মরা খালপাড় এলাকায় শুক্রবার দুপুরে একটি শ্মশনের বটগাছ থেকে রাজু (২৪) নামের এক রিকশাচালকের ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাকে হত্যা করা হয়েছে নাকি তিনি আত্মহত্যা করেছেন তা নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত রাজু ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকার জনি মিয়ার (পালক) ছেলে। তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন।—নারায়ণগঞ্জ প্রতিনিধি

ধান কাটা নিয়ে সংঘর্ষ

বরগুনার আমতলী উপজেলার উত্তর ঘোপখালী গ্রামে গতকাল সকালে জমির ধান কাটাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। জানা গেছে, উপজেলার উত্তর ঘোপখালী গ্রামের জব্বার হাওলাদার তার পৈতৃক জমিতে ধান কাটছিল। এ সময় ছত্তার শরীফ তার নিজের ক্রয় করা জমি দাবি করে ধান কাটতে জব্বার হাওলাদারকে বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। আমতলী থানায় ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (তদন্ত) মো. নূরুল ইসলাম বাদল জানান অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

—আমতলী প্রতিনিধি

আমান উল্যাহ বিদ্যালয়ের ৭০ বছরে পদার্পণ

৭০ বছার পদার্পণ উপলক্ষে নোয়াখালীর শহীদ আমান উল্যাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী, মুক্তিযোদ্ধা ও শিক্ষকদের সংবর্ধনার আয়োজন করা হয়েছে। আজ দিনব্যাপী চলবে এ আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিত থাকার কথা রয়েছে। বিশেষ অতিথি থাকবেন রেলমন্ত্রী মুজিবুল হক। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে আছে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের নিউজ২৪, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ ও বাংলানিউজ ২৪।

—নোয়াখালী প্রতিনিধি

সদরপুরে বর আটক

ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পূরবী গোলদারের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে সুবর্ণা আক্তার (১২) নামের এক মাদ্রাসা ছাত্রী। অন্যদিকে বিয়ের আসর থেকে বরকেও আটক করা হয়েছে। জানা যায়, গতকাল সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চরবলাশিয়া গ্রামের আ. রফিক মিয়ার মেয়ে সুবর্ণা আক্তারের সঙ্গে একই ইউনিয়নের চরডুবাইল গ্রামের সফি সরদারের পুত্র মো. রুবেল সরদারের (২৬) বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল।

—সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

শিশুকে পিটিয়ে আহত

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বীরগঞ্জে মো. সায়েম (৮) নামে এক শিশুকে বেধড়ক পিটিয়ে আহত করেছে প্রতিবেশীরা। শিশুটিকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন পরিবারের লোকজন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের নামা বলদিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট জানান, সায়েমকে তাত্ক্ষণিক চিকিৎসা প্রদান করা হয়েছে। সে আশঙ্কামুক্ত। —দিনাজপুর প্রতিনিধি

তিন ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

বরিশালের বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজারে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বাজারের জাহিদ হোসেনের স্যানিটারি, দিলীপ শীলের সেলুন ও জুয়েল মোল্লার সোনার দোকান পুড়ে ছাই হয়ে যায়। —নিজস্ব প্রতিবেদক, বরিশাল

কুষ্টিয়া আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

কুষ্টিয়া সুগার মিলের ২০১৭-১৮ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। এবারে আখ মাড়াই মৌসুমে এ মিলে ৫৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৩৮৫০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

—কুষ্টিয়া প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর