বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

চাঁদা না দেওয়ায় বাড়ি নির্মাণে বাধা

রূপগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদাবাজদের টাকা না দেওয়ায় নির্মাণাধীন বাড়ির কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময় বাড়ির মালিকের স্ত্রী ও তার ছেলেকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা মিয়াবাড়ি এলাকায়। বাড়ির মালিকের স্ত্রী নিলুফা ইয়াছমিন জানান, তার স্বামী মোতালেবের ক্রয়কৃত ভায়েলা মিয়াবাড়ি এলাকার জমিতে পাকা বিল্ডিংয়ের কাজ করছিলেন। সুমন, নাঈমসহ তাদের লোকজন মোতালেব মিয়ার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছেন। মঙ্গলবার সকালে ফের চাঁদা দাবি করলে মোতালেব মিয়া সরাসরি অস্বীকার করেন। এ সময় চাঁদাবাজরা ক্ষিপ্ত হয়ে মোতালেব মিয়ার স্ত্রী নিলুফা ইয়াছমীনকে পিটিয়ে আহত করে। তাকে বাঁচাতে ছেলে রাসেল এগিয়ে গেলে তাকেও লোহার  রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, অভিযোগ পেয়েছি। চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর