শনিবার, ৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ভাঙা কালভার্টে ভোগান্তি আট গ্রামের মানুষের

নওগাঁ প্রতিনিধি

ভাঙা কালভার্টে ভোগান্তি  আট গ্রামের মানুষের

নওগাঁর রানীনগরের কালিগ্রাম ইউনিয়নের ভেটি-মাধাইমুড়ি কাঁচা সড়কে ভাঙা কালভার্ট —বাংলাদেশ প্রতিদিন

নওগাঁর রানীনগরের কালিগ্রাম ইউনিয়নের ভেটি-মাধাইমুড়ি কাঁচা সড়কের একটি কালভার্ট ভেঙে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন আট গ্রামের লোকজন। প্রায় এক বছর কালভার্টটি ভাঙা অবস্থায় পড়ে থাকলেও দেখার কেউ নেই। জানা যায়, ভেটি-মাধাইমুড়ি সড়ক দিয়ে ছাতারদিঘী, অলংকারদিঘী, গুচিয়াগাড়ী, বেলঘড়িয়া, মাধাইমুড়ি, আগনাগাড়ী, দামকুড়ি ও আদগোলা গ্রামের লক্ষাধিক লোক চলাচল করেন। এ সড়কের ভ্যান, অটোরিকশা মোটরসাইকেল, ভটভটি ও অন্য ছোট যান বালুর বস্তা ফেলে ঝুঁকি নিয়ে কালভার্টটি পার হলেও ভারী গাড়ি চলতে পারছে না। এ ছাড়া স্থানীয় অধিকাংশ লোক কৃষিজীবী। ভাঙা কালভার্টের কারণে তাদের উৎপাদিত ফসল অন্যত্র নিয়ে ভালো দামে বিক্রি করতে পারছেন না। অনেকের গুনতে হচ্ছে লোকসান। অলংকারদিঘী গ্রামের সোলায়মান, মোফাজ্জল, সেকেন্দার জানান, এই এলাকার সবচেয়ে বড় বাজার আবাদপুকুর হাট। এই হাটেই ধান, চাল, আলু, গমসহ কৃষিপণ্য বিক্রি করতে হয়। কালভার্টটি ভেঙে যাওয়ায় প্রায় এক বছর ধরে ধান-চালের ন্যায্যমূল্য পাচ্ছি না। কোনো গাড়ি গ্রামে আসে না। গুচিয়াগাড়ী গ্রামের নূর মোহাম্মদ, শরিফুল, সিরাজুল জানান, গুচিয়াগাড়ী থেকে প্রায় দেড় কিলোমিটার রাস্তাটা কাঁচা। তার ওপর কালভার্টটি ভেঙে যাওয়ায় পড়েছি মহাবিপদে। স্থানীয় কালিগ্রাম ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম জানান, জনদুর্ভোগের কথা ভেবে ভেটি-মাধাইমুড়ি রাস্তার ভাঙা কালভার্টটি নতুন করে তৈরির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। দ্রুতই নতুন কালভার্টের কাজ শুরু হবে।

সর্বশেষ খবর