শনিবার, ৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

এক পলক

বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী

  গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী ও ৩য় পুনর্মিলনী অনুষ্ঠান শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সমরাস্ত্র কারখানার কমান্ড্যান্ট মেজর জেনারেল শেখ মামুন খালেদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়ের (বালক) পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মো. ওমর ফারুক, অনুষ্ঠানমালার আহ্বায়ক ও রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবু হেনা মোহাম্মদ সদরুল আলম, প্রধান শিক্ষক মো. দুরুল হোদা। ১৯৬৮ সালে এ বিদ্যালয়ের যাত্রা শুরু হয়।—গাজীপুর প্রতিনিধি

যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল বার্মাস্ট্যান্ড যুব সমাজের উদ্যোগে তিন দিনব্যাপী ওয়াজ মাহফিলের ১ম দিন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে প্রথম দিনে প্রধান অতিথি ছিলেন আলহাজ আতিকুর রহমান নান্নু মুন্সী। আনোয়ার হোসেন মেহেদীর সভাপতিত্বে মাহফিলে ওয়াজ করেন মাওলানা ডা. সিরাজুল ইসলাম সিরাজী। আরও বয়ান পেশ করেন মুফতি মোহাম্মদ আবু তালহা ও মাওলানা নেছারউদ্দিন। এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মুফতি জামাল উদ্দিন, মুফতি আবু বকর, মাওলানা শেখ সাদী, মাওলানা খন্দকার নাছিম রেজা প্রমুখ।—সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

মিছিলে মিছিলে মুখর ধামরাই

আওয়ামী লীগ সরকারের চার বছর পূর্তি উপলক্ষে শুক্রবার বিকালে ঢাকার ধামরাই মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠে। স্থানীয় যাত্রাবাড়ি মাঠে সমাবেশে সাবেক অতিরিক্ত সচিব দেওয়ান আফসার উদ্দিন জিন্নাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এমপি এমএ মালেক। বিশেষ অতিথি ছিলেন কেন্দ ীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মিনা মালেক প্রমুখ। একই সময় ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র গোলাম কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি বেনজীর আহমদ। উপস্থিত ছিলেন জেলা উপজেলা নেতাকর্মীরা। একই সময়ে পৌর এলাকার মধ্যে  দুটি সমাবেশ ঘিরে সংঘর্ষের আশঙ্কায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে প্রশাসন।

—ধামরাই প্রতিনিধি

মতবিনিময় সভা

রূপগঞ্জের পাশে ডেমরার রাজাখালী গ্রাম পঞ্চায়েত কমিটির সঙ্গে যুবলীগ নেতা সালাউদ্দিন আহমেদ মতবিনিময় করেছেন। কমিটির সভাপতি হাজী আক্তারুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজাখালী জামে মসজিদের মুতওয়াল্লি তোফাজ্জল হোসেন, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মাহতাবউদ্দিন, জাকির হোসেন, শিল্পপতি মহসীনসহ গ্রামের সর্বস্তরের জনগণ। প্রসঙ্গত সালাউদ্দিন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী। —রূপগঞ্জ প্রতিনিধি

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর