শনিবার, ৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

লালমনিরহাটে মাওবাদী নেতা আটক

লালমনিরহাট প্রতিনিধি

ভারতের আসাম রাজ্যের মাওবাদী নেতা ও ৬৩ মামলার পলাতক আসামি আমিনুর মাতব্বরকে পাটগ্রাম থেকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৪৮ রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তল জব্দ করেছে পুলিশ। আমিনুরের সঙ্গে আরও এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। পাটগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফিরোজ কবির জানান, আমিনুর মাতব্বর ওরফে জাকির মাতব্বর ওরফে পাগলা আটাং (২৬) ভারতের আসাম রাজ্যের কোকড়াঝাড় জেলার গোসাইগঞ্জ উপজেলার মাটিয়াপাড়া এলাকার মৃত বাবলু মাতব্বরের ছেলে। তাকে পাটগ্রাম উপজেলার পশ্চিম জগেবড় এলাকার সাহাজুল ইসলামের ছেলে আবদুর রশিদের বাড়ি থেকে বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে আটক করা হয়। বাড়ির মালিক আবদুর রশিদকেও আটক করা হয়েছে। এই রশিদও দ্বৈত নাগরিক। এ সময় আমিনুরের কাছ থেকে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৪৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ফিরোজ কবির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমিনুর মাতব্বর জানিয়েছে আবদুর রশিদের সঙ্গে পরিচয়ের সূত্র ধরে আড়াই মাস আগে  পাটগ্রাম উপজেলার জগেবড় সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পাটগ্রাম থানার ওসি অবনী শঙ্কর কর বলেন, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। তবে তারা কেন বাংলাদেশে আশ্রয় নিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ খবর