শনিবার, ৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

হালদায় ফের মরে ভেসে উঠেছে ডলফিন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দক্ষিণ এশিয়ার কার্প জাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ফের মরে ভেসে উঠেছে একটি বিপন্ন প্রজাতির ডলফিন। এটি লম্বায় প্রায় ৭ ফুট। ওজন প্রায় দুই মণ। গতকাল দুপুরে হাটহাজারী উপজেলার গড়দুয়ারার গচ্ছাখালি খালের মাস্টার বাড়ির কালভার্টের নিচ থেকে এটি উদ্ধার করা হয়। প্রসঙ্গত, গত বুধবারও একটি মৃত ডলফিন ভেসে উঠে। এ বিষয়ে হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরীয়া বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সকালে স্থানীয়রা ডলফিনটি দেখতে পায়। পরে উপজেলা মত্স্য কর্মকর্তার লোকজন গিয়ে এটি উদ্ধার করে। গত তিন মাসে ১৫টি ডলফিন মরে ভেসে উঠার খবর এলো। বালু তোলার ড্রেজার বা যন্ত্রচালিত বড় নৌযানের প্রপেলারের সঙ্গে লেগে আঘাতের কারণে ডলফিনগুলো মরে যাচ্ছে। এ ব্যাপারে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।

সর্বশেষ খবর