শনিবার, ৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

আগামী সংসদ নির্বাচনে ৬ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবে

———— মহাপরিচালক

কালিয়াকৈর প্রতিনিধি

আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৬ লাখ আনসার সদস্য বিভিন্ন কেন্দে  দায়িত্ব পালন করবে। সে লক্ষ্যে প্রস্তুতি চলছে। তিনি শুক্রবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে আনসার ভিডিপির প্রতিষ্ঠাবার্ষিকী ও ৩৮তম জাতীয় সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন। এর আগে তিনি প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন। তার নেতৃত্বে বের হয় বর্ণাঢ্য র‍্যালি। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ নুরুল আলম, সব উপ-মহাপরিচালক, রেঞ্জ পরিচালকসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সারাদেশ থেকে আগত কর্মকর্তা-কর্মচারী, ব্যাটালিয়ান আনসার ও সদস্য-সদস্যা।

এদিকে ঢাকায় আনসার-ভিডিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহাপরিচালক। উপস্থিত ছিলেন ঢাকা জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ নুরুল আমিন, সহকারী জেলা কমান্ড্যান্ট তামিমা সুলতানাসহ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত তিন শতাধিক আনসার-ভিডিপি সদস্য-সদস্যা।

সর্বশেষ খবর