মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

নারীর শরীরে তার অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে

যৌন-প্রজনন কর্মশালায় বক্তারা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

‘শরীর আমার; সিদ্ধান্ত আমার, যা নারীর একান্ত অধিকার’ স্লোগানে বরগুনায় তিন দিনব্যাপী যৌন-প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলার আরডিএফ ট্রেনিং সেন্টারে ২ জানুয়ারি কর্মসূচি উদ্বোধন করেন সিভিল সার্জন ড. জসিম উদ্দিন। অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহেরুন নাহার মুন্নী, অ্যাকশন এইডের সিনিয়র প্রোগাম অফিসার মাহফুজা আক্তার মালা ও গ্লোবাল প্লাটফর্মের ট্রেনিং কো-অর্ডিনেটর ডুনিয়া খন্দকার। কর্মশালায় বরগুনার পাথরঘাটা ও পটুয়াখালীর কলাপাড়ার ২৫টি নারী ও কিশোরী সংগঠনের ৩০ নারী সদস্য অংশ নেন। বেসরকারি সংস্থা সুশীলনের উদ্যোগে এবং পাথরঘাটা ও কলাপাড়া উইমেন্স রেজিলিয়েন্স প্রকল্পের সহায়তায় অ্যাকশন এইড বাংলাদেশের প্রশিক্ষকরা প্রশিক্ষণ প্রদান করেন। কর্মশালায় নারীর যৌন ও প্রজনন স্বাস্থ্য, অধিকার, বয়:সন্ধিকাল, মাসিকের সময় ব্যক্তিগত পরিচর্যা, দুর্যোগকালীন মাসিক পরিচর্যা, হাইজিন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হয়। মাহফুজা আক্তার মালা বলেন, ‘নারীর স্বাস্থ্যকে বাদ রেখে সামাজিক গতিশীলতা, আয়ুবৃদ্ধি ও সিদ্ধান্ত গ্রহণসহ নারীর রেজিলিয়েন্স সম্ভব নয়। তাই প্রথমে নারীর শরীরে তার অধিকার প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে’। সিভিল সার্জন ড. জসিম উদ্দিন বলেন— ‘আমাদের সমাজে আজও যৌন প্রজনন স্বাস্থ্য নিয়ে নারীদের সংকোচ রয়ে গেছে। এই সংকোচ থেকে বেরিয়ে আসতে হবে’।

সর্বশেষ খবর