বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

সেই পল্লী চিকিৎসকের মেডিকেলে সিলগালা

মেহেরপুর প্রতিনিধি

সেই পল্লী চিকিৎসকের মেডিকেলে সিলগালা

জটিল রোগের চিকিৎসা দেওয়া মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের সেই ‘বিশেষজ্ঞ পল্লী চিকিৎসক’ কাজী খয়রদ্দিন রবির আজিজ মেডিকেল হল সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মুজিবনগরের ইউএনও গতকাল মেডিকেলটি সিল করে দেন। একই সঙ্গে রবিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। ইউএনও অফিসের সহকারী জাহাঙ্গীর আলম জানান, পত্রিকার সংবাদের মাধ্যমে জানতে পেরে বাগোয়ান গ্রামে খয়রদ্দিন রবির মেডিকেল হলে অভিযান চালানো হয়। এ সময় অনিয়মের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৪ ধারা মোতাবেক মেডিকেলটি সিলগালা ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবার বাংলাদেশ প্রতিদিনে ‘চিকিৎসক নন তবু করেন জটিল রোগের চিকিৎসা’ শিরোনামে  প্রতিবেদন প্রকাশিত হয়। এতে উল্লেখ করা হয়, কাজী খয়রদ্দিন রবির কোনো প্রাতিষ্ঠানিক সনদ নেই। তারপরও দীর্ঘ ১১ বছর ধরে জটিল রোগের চিকিৎসা করে আসছেন।

সর্বশেষ খবর