শুক্রবার, ১২ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

খুদে শিক্ষার্থীরা জেনে নিচ্ছে উন্নয়নের নানা তথ্য

সারা দেশে তিন দিনের উন্নয়ন মেলা শুরু

প্রতিদিন ডেস্ক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সারা দেশে গতকাল একযোগে শুরু হয়েছে তিন দিনের উন্নয়ন মেলা। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলা উদ্বোধন করেন। এর মূল লক্ষ্য বর্তমান সরকারের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সম্পর্কে সবাইকে অবহিত করা। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— বগুড়া : ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর বগুড়া জিলা স্কুলমাঠে মেলা উদ্বোধনী ঘোষণা করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সচিব ফরিদ উদ্দিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন রেজাউল করিম তানসেন এমপি, মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, কর্নেল সালাউদ্দিন, আলহাজ মমতাজ উদ্দিন, মজিবর রহমান মজনু, ডা. মকবুল হোসেন প্রমুখ। মেলায় ১০৪টি স্টল স্থান পেয়েছে। মেলাপ্রাঙ্গণ মুখরিত হয় শিক্ষার্থীদের পদচারণায়। জিজ্ঞাসু মনে তারা জেনে নিচ্ছে উন্নয়নের বিভিন্ন তথ্য। বর্তমান সরকারের উন্নয়ন সম্পর্কে খাতায় টুকেও নিয়েছে। শিক্ষার্থী ছাড়া বিভিন্ন পেশাজীবীও মেলা থেকে প্রয়োজনীয় বিষয় জেনে নিতে পারছেন। রাজশাহী : সকালে নগর ভবন থেকে শোভাযাত্রা বের হয়ে কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে উদ্বোধনী অনুষ্ঠানে নূর-উর-রহমান, হেলাল মাহমুদ শরীফ, মোহাম্মদ আলী সরকার, মোয়াজ্জেম হোসেন ভূঁঞা প্রমুখ উপস্থিত ছিলেন। মেলায় ৬৬টি সরকারি দফতর নিজ নিজ স্টলে বর্তমান সরকারের আমলে তাদের বাস্তবায়িত উন্নয়ন প্রকল্প তুলে ধরছে। বরিশাল : নগরীর বঙ্গবন্ধু উদ্যানে মেলা উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবু হেনা মো. রহমাতুল মুনিম। হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সময় ড. এসএম ইমামুল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে সার্কিট হাউজ চত্বর থেকে র্যালি বের হয়। মেলায় ১৭৬টি স্টলের মাধ্যমে সরকারের গত ৯ বছরের উন্নয়ন কার্যক্রম জনসাধারণের সামনে তুলে ধরা হচ্ছে। চট্টগ্রাম : নগরের এমএ আজিজ স্টেডিয়ামের সিজেকেএস জিমনেশিয়াম মাঠে মেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সম্পদ বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন আবদুল মান্নান। সভাপতিত্ব করেন জিল্লুর রহমান চৌধুরী। মেলায় ১১৯টি প্রতিষ্ঠান স্টল বসিয়েছে। সিলেট : নগরীর রিকাবীবাজারে মোহাম্মাদ আলী জিমনেশিয়ামে মেলা উদ্বোধন করা হয়। এ সময় মিসবাহ উদ্দিন সিরাজ, ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, কামরুল আহসান, রাহাত আনোয়ার, বদর উদ্দিন আহমদ কামরান, চেয়ারম্যান মো. লুত্ফুর রহমান, শফিকুর রহমান চৌধুরী। ময়মনসিংহ : নগরীর টাউন হল প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়ে জিমনেশিয়াম প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‌্যালি উদ্বোধন করেন সুবীর কিশোর চৌধুরী। খলিলুর রহমানসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা র‌্যালিতে অংশ নেয়। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, মানিকগঞ্জ, মেহেরপুর, নেত্রকোনা, শেরপুর, ঠাকুরগাঁও, কিশোরগঞ্জ, খাগড়াছড়ি, হবিগঞ্জ, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, চাঁপাইনবাবগঞ্জ, বাগেরহাট, দিনাজপুর, চাঁদপুর, কুড়িগ্রাম, নাটোরসহ বিভিন্ন জেলা-উপজেলায় উন্নয়ন মেলা উদ্বোধন করা হয়েছে।

সর্বশেষ খবর