শুক্রবার, ১২ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় আট প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

আট জেলায় সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। বুধবার রাত ও গতকাল এ দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর— চট্টগ্রাম : সীতাকুণ্ডের পোর্টল্যান্ড কন্টেইনার ডিপোর নিরাপত্তাকর্মী আবুল কালাম লরির ধাক্কায় নিহত হয়েছেন। গতকাল ভোরে এ দুর্ঘটনা ঘটে। আবুল কালামের বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলায়। তিনি সীতাকুণ্ডে ভাড়া বাসায় থাকতেন। সিলেট : ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর এলাকায় গতকাল প্রাইভেট কারের ধাক্কায় এক অটোটেম্পুচালক নিহত হয়েছেন। নিহত রাহেল আহমদ মৌলভীবাজারে কুলাউড়রা উপজেলার এলাইছ মিয়ার ছেলে।

মাদারীপুর : ট্রাকের ধাক্কায় মাদারীপুরের আল-জাবির হাইস্কুলের সাবেক শিক্ষক কাজী আব্দুস সোবাহান নিহত হয়েছেন। শহরের শহীদ সুফিয়া পৌর প্রাথমিক বিদ্যালয়ের সামনে গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। নওগাঁ : নওগাঁ-রাজশাহী মহাসড়কের রানীপুকুর নামক স্থানে বাসচাপায় তমিজ উদ্দীন নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। তমিজ মহাদেবপুর উপজেলার ভীমপুর গ্রামের বাসিন্দা। জয়পুরহাট : ট্রাক্টরের ধাক্কায় রিকশা ভ্যানের আরোহী ইদ্রিস আলীর মৃত্যু হয়েছে। পাঁচবিবি উপজেলার বড়মানিক পাকা রাস্তায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহত ইদ্দিস উপজেলার বড় মানিক এলাকার আহম্মেদ আলীর ছেলে। গাজীপুর : সদর উপজেলার হোতাপাড়ায় সড়কের পাশে অস্থায়ী একটি দোকানে ডিজেল বিক্রি করছিলেন বিপ্লব মিয়া। বুধবার দিনগত রাত ২টার দিকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তার দোকানে উঠে যায়। ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান বিপ্লব। তিনি বগুড়া সারিয়াকান্দি উপজেলার শহিদুল মণ্ডলের ছেলে। হোসেনপুর : কিশোরগঞ্জের হোসেনপুরে মোটরসাইকেলের ধাক্কায় আবুল হাসেম নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার আনুহা গ্রামের আবেদ আলীর ছেলে। এছাড়া ারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাক্টরচাপায় সাকিব নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সর্বশেষ খবর