শুক্রবার, ১২ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদবিহীন ঋণ

‘পারিবারিক বন্ধন দৃঢ় না হলে সামাজিক বন্ধন অটুট হবে না’

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

‘আজকাল ভাই ভাইকে ১০০ টাকা ধার দেয় না। কেউ কাউকে বিশ্বাস করেন না। যে যার মতো চলেন। এটা ঠিক না। পারিবারিক বন্ধন দৃঢ় না হলে সামাজিক বন্ধন অটুট হবে না। একে অন্যের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিলে মানুষের আর কষ্ট থাকবে না। যেমনটি করছেন আপনাদের গ্রামের সন্তান আহমেদ আকবর সোবহান। বসুন্ধরা ফাউন্ডেশনের সুদবিহীন এই ঋণ বাঞ্ছারামপুরের দুস্থ নারীদের স্বাবলম্বী করতে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান’। বাঞ্ছারামপুর উপজেলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের পৈতৃকভিটা দুর্গারামপুরে বসুন্ধরা ফাউন্ডেশনের উদ্যোগে ৪৬তম সুদবিহীন ক্ষুদ্র ঋণ বিতরণ অনুষ্ঠানে গ্রুপের উপদেষ্টা ও ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী এ সব কথা বলেন।

বসুন্ধরা ফাউন্ডেশনের ইনচার্জ মোশারফ হোসেন জানান, আজ (বৃহস্পতিবার) ৫৯৭ জন হতদরিদ্র নারীকে ৫৭ লাখ ১০          হাজার টাকা সুদ ও জামানাতবিহীন ঋণ দেওয়া হয়েছে। এর মধ্যে নতুন ১০৭ জনকে সাত হাজার ৫০০ টাকা করে এবং পুরাতন ৪৯৩ জনকে দেওয়া হয়েছে ১০ হাজার টাকা করে। ঋণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের উপ-মহাব্যবস্থাপক মাইমুন কবীর, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সফিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান ও বসুন্ধরা ফাউন্ডেশনের উপদেষ্টা হযরত আলী প্রমুখ। জানা যায় ঋণ প্রদান শুরু থেকে গতকাল পর্যন্ত ঘূর্ণায়মান পদ্ধতিতে ১১ কোটি ২২ লাখ ২৫ হাজার টাকা ১৫ হাজার ৭৪০ হতদরিদ্র নারীর মাঝে সুদবিহীন নগদ বিতরণ করা হয়েছে।

সর্বশেষ খবর