শুক্রবার, ১২ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

জুটমিলে আগুন, পুড়ল ৪০ হাজার মণ পাট

ফরিদপুর প্রতিনিধি

সদর উপজেলার শিবরামপুরে মামুন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আরএম জুট ডাইভারসিপিকেশন মিলের গোডাউনে গতকাল ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে গেছে গোডাউনে থাকা প্রায় ৪০ হাজার মণ পাট। মিল কতৃপক্ষ জানায়, গোডাউনে আগুনের সূত্রপাত হয়। ফরিদপুর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে। বেলা ১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। মামুন গ্রুপের পরিচালক মো. ইউনুস আলী খান জানান, ওই গুদামে ৪০ হাজার মণ এ গ্রেডের পাট মজুদ ছিল। সবই ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।  মিলের চার হাজার কর্মী কর্মহীন হয়ে পড়বে বলে জানান তিনি। আগুনের ঘটনাটি নাশকতা নাকি অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সাইফুজ্জামান জানান, খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের তিনটি দমকল স্থাপন করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। গতকাল বেলা ১টা পর্যন্ত গুদামের ভিতরে বিভিন্ন স্থানে ডাম্পিং ডাউনের কাজ করছেন ফায়ার নির্বাপণ কর্মীরা। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে তা শনাক্ত করা সম্ভব হয়নি দাবি করে তিনি বলেন, তিন সদস্যের কমিটি গঠন করা হচ্ছে, যারা অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করবেন।

সর্বশেষ খবর