শুক্রবার, ১২ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

এক পলক

ডাকাতের হামলায় যুবক নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের চরচেঙ্গাকান্দি এলাকায় বুধবার রাতে যাত্রীবাহি মাইক্রোবাসে ডাকাত হানা দিয়ে শাহিন মিয়া (২৪) নামের একজনকে কুপিয়ে জখম করে সবর্স্ব লুটে নেয়। পরে হাসপাতালে নেওয়ার পর বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ডাকাতদের গ্রেফতারের চেষ্ঠা চালাচ্ছে।

—সোনারগাঁ প্রতিনিধি

কুমিল্লায় দুই শতাধিক রক্তদাতার মিলন মেলা

কুমিল্লার স্বেচ্ছায় রক্তদানভিত্তিক সংগঠন সঞ্চারণের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এতে দুই শতাধিক তরুণ রক্তদাতা অংশ নেন। কুমিল্লা নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে গতকাল প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। আলোচনা পর্বে সভাপতিত্ব করেন মেহেদী হাসান। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন, শাহ মো. আলমগীর খান, বদরুল হুদা জেনু, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ড শৈলপতি চৌধুরী নন্দন, বাংলাদেশ প্রতিদিনের কুমিল্লা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা, খালেদ সাইফুল্লাহ, আল আমিন ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। 

—কুমিল্লা প্রতিনিধি

স্কুল রক্ষার দাবি

কালীগঙ্গা নদীর ভাঙন থেকে সদর উপজেলার পুটাইল প্রাথমিক বিদ্যালয় রক্ষা এবং নদী ইজারা না দেওয়ার জন্য জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। স্থানীয় চার শতাধিক লোক স্বাক্ষরিত স্মারকলিপি জমা দেওয়া হয়। বিদ্যালয় সভাপতি হায়দার রহমান

জানান, নদী থেকে বালু উত্তোলনের কারণে এরই মধ্যে বহু বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়েছে। বালু উত্তোলন বন্ধ থাকলে ভাঙন বন্ধ থাকে। পুটাইল প্রাথমিক বিদ্যালয় ছাড়াও ভাঙনঝুঁকিতে আছে লেমুবাড়ি প্রাথমিক বিদ্যালয়, লেমুবাড়ি হাইস্কুল, সরকারি ক্লিনিক, গরুর

হাটসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

—মানিকগঞ্জ প্রতিনিধি

গ্রামপুলিশের স্মারকলিপি

স্থানীয় সরকার মন্ত্রণালয়াধীন ইউনিয়ন পরিষদের স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য গ্রামপুলিশরা ময়মনসিংহের ত্রিশালে মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেছে। চতুর্থ শ্রেণির কর্মচারীর ন্যায় সমস্কেল বাস্তবায়নের দাবিতে গতকাল বিকালে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন হয়। এ সময় বক্তব্য রাখেন মো. ছফির উদ্দিন, আবু বকর ছিদ্দিক, ফারুক মিয়া, সম্পাদক লক্ষণ দাস, রিটন দাস, হারুনুর রশিদ, দুলাল রবিদাস প্রমুখ। পরে তারা ইউএনও আবুজাফর রিপনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। —ময়মনসিংহ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর