সোমবার, ১৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

শরিকদের চাপে বিএনপি

সিটি চায় জামায়াত, খেলাফতের দাবি সংসদের দুটি আসন

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

শরিকদের চাপে বিএনপি

সিলেটের রাজনীতিতে বইছে নির্বাচনী হাওয়া। নির্বাচনকেন্দ্রিক আলোচনায় ব্যস্ত রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। চলতি বছরের মাঝামাঝিতে অনুষ্ঠিত হবে সিলেট সিটি নির্বাচন। আর বছরের শেষ দিকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ দুই নির্বাচন নিয়ে সিলেটে জোটের শরিক দলগুলোর চাপে রয়েছে বিএনপি। সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে লড়তে চায় বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক জামায়াতে ইসলামী। অন্যদিকে জাতীয় সংসদ নির্বাচনে সিলেটে দুটি আসনে লড়তে চায় জোটের আরেক শরিক দল খেলাফত মজলিস। সিলেট সিটির বর্তমান মেয়র বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী আগামী নির্বাচনেও দল থেকে মনোনয়ন পাচ্ছেন, এরকম কানাঘুষা রয়েছে। এরই মধ্যে মেয়র পদে নির্বাচন করতে আটঘাট বেঁধে মাঠে নেমেছে জামায়াত। ইতিমধ্যেই দলটির পক্ষ থেকে সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়েরকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে। পাশাপাশি কিছুদিন ধরে জুবায়ের নানাভাবে মেয়র পদপ্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। মেয়র পদে জামায়াতের এই আগাম প্রার্থিতা বিএনপিকে অস্বস্তিতে রেখেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে যদি একক প্রার্থী নিশ্চিত করা না যায়, তবে সিলেট সিটি নির্বাচনে জয়ী হওয়া কঠিন হবে। এ ব্যাপারে সিলেট মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়ের বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘যদি জোটবদ্ধ নির্বাচন হয়, তবে আমরা দলের পক্ষ থেকে সিলেট সিটিতে মেয়র প্রার্থী চাইব। বিষয়টি কেন্দ্রেও জানিয়েছি। তবে জোটবদ্ধ নির্বাচন না হলে জামায়াতের পক্ষ থেকে মেয়র পদে প্রার্থী দেওয়া হবে।’ এদিকে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ছয়টি আসনের মধ্যে অন্তত দুটিতে প্রার্থী দিতে চায় ২০ দলীয় জোটের শরিক খেলাফত মজলিস। সিলেট-২ আসনে দলটির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন। এ আসনের সাবেক এমপি বর্তমানে ‘নিখোঁজ’ ইলিয়াস আলী। বিএনপি এ আসনে ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনাকে প্রার্থী করতে চায়। সিলেট-৩ আসনেও প্রার্থী দিতে চায় খেলাফত মজলিস। সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারণায় রয়েছেন জেলার যুগ্ম সম্পাদক দিলওয়ার হোসাইন। বিএনপি থেকে এ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক এমপি শফি আহমদ চৌধুরী, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা কাইয়ুম চৌধুরী ও যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা আবদুস সালাম। সূত্র জানায়, সিলেট-২ ও ৩ আসনে খেলাফত মজলিসের শক্ত ভোট ব্যাংক রয়েছে। এই ভোট ব্যাংককে কাজে লাগাতে বিএনপির কাছে সিলেট বিভাগের মধ্যে এ আসন দুটি দাবি করবে খেলাফত মজলিস।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর