সোমবার, ১৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

হাওরের ফসল রক্ষাবাঁধ নির্মাণ নিয়ে উদ্বেগ

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষাবাঁধ নির্মাণে ধীরগতি, নীতিমালা লঙ্ঘন করে লুটপাটের সুযোগ ও পানি নিষ্কাশনে কার্যকরী উদ্যোগ না নেওয়ার অভিযোগ এনে উদ্বেগ জানিয়েছে জেলা বিএনপি। সুনামগঞ্জ বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল স্বাক্ষরিত এক বিবৃতিতে গতকাল দলের পক্ষ থেকে এ উদ্বেগ জানানো হয়। সেই সঙ্গে আগামী মৌসুমে ফসলের সুরক্ষায় তিন দফা দাবিও জানানো হয়। বিএনপির দাবি, গত বোরো মৌসুমে সরকারি দলের লোকদের হাওর রক্ষাবাঁধ প্রকল্প লুটপাটের কারণে অকাল বন্যায় তলিয়ে যায় লাখো কৃষকের সারা বছরের জীবন-জীবিকার একমাত্র অবলম্বন বোরো ধান। ফলে বিস্তীর্ণ হাওরপাড়ের মানুষ এখনো অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছেন। তাদের প্রত্যাশা ছিল, আসছে মৌসুমে হাওরের ফসল সুরক্ষায় সরকার কার্যকর উদ্যোগ নেবে যাতে ফসল গোলায় তুলে তারা অভাব-অনটন দূর করতে পারেন। বিবৃতিতে বলা হয়, বাঁধ নির্মাণের নির্ধারিত সময় পার হলেও সরকারের দায়িত্বপ্রাপ্ত বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের দায়িত্ব পালনে উদাসীন। পৌষ মাসের শেষের দিকেও অনেক হাওরের পানি নিষ্কাশন না হওয়ায় কৃষকরা জমিতে বীজ বপণ ও চারা রোপণ করতে পারছেন না। তাই এবারও হাওরে বোরো আবাদ ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। বিএনপির দাবি, প্রকল্প বাস্তবায়ন কমিটি হাওরের কৃষির সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত কৃষকদের সমন্বয়ে গঠন করার কথা থাকলেও বিগত বছরের ন্যায় সরকার দলীয় লোকদের দ্বারা গঠন করা হচ্ছে। যে কারণে এবারও হাওর রক্ষাবাঁধ নির্মাণে সরকারি বরাদ্দের সিংহভাগ অর্থ লুটপাট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যা জেলার লাখ লাখ কৃষকের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলারই নামান্তর। বিবৃতিতে হাওরের ফসলের সুরক্ষায় তিন দফা দাবি জানিয়েছে জেলা বিএনপি।

সর্বশেষ খবর