সোমবার, ১৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

এমপির প্রভাবে ৩৭ আসামি অভিযোগপত্র থেকে বাদ!

মনসুর হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি

নান্দাইলে চাঞ্চল্যকর আবুল মনসুর ভূঁইয়া হত্যা মামলায় ৩৭ আসামিকে অভিযোগপত্র থেকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ন্যায় বিচার নিয়ে শঙ্কিত নিহতের পরিবার। অভিযোগপত্র থেকে আসামিদের নাম বাদ দেওয়ার বিষয়টি স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিনের প্রভাবেই হয়েছে বলে দাবি পরিবারের। তবে অভিযোগ অস্বীকার করেছেন এমপি তুহিন। মামলার বাদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া জানান, ২০১৪ সালের ২০ নভেম্বর সাব রেজিস্ট্রি অফিস কার্যালয়ের মাঠে সমাবেশে আসার পথে আবুল মনসুর ভূঁইয়াকে কুপিয়ে হত্যা করে এমপি আনোয়ারুল আবেদিন খান তুহিনের সন্ত্রাসীরা। পরদিন তিনি নান্দাইল মডেল থানায় ৪৭ জনকে আসামি করে হত্যা মামলা করেন। গত ৩০ নভেম্বর তদন্ত কর্মকর্তা স্থানীয় এমপির প্রভাবে ৩৭ আসামিকে বাদ দিয়ে ১০ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন। হত্যার সঙ্গে জড়িত প্রকৃত আসামিদেরই অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। মামলার আগামী তারিখে অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দেওয়ার কথাও জানান। তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, তদন্ত করেই চার্জশিট দেওয়া হয়েছে।

 

সর্বশেষ খবর