সোমবার, ১৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

অস্ত্র মামলায় পৌর মেয়রের ১০ বছর কারাদণ্ড

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনী পৌরমেয়র ও গাংনী উপজেলা যুবলীগের আহ্বায়ক আশরাফুল ইসলামকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। সহকারী জজ-২ এর যুগ্ম জেলা জেলা জজ তাজুল ইসলাম গতকাল আসামির উপস্থিতিতে এ রায় দেন। রায় ঘোষণার পর পুলিশ আশরাফুল ইসলামকে জেলা কারাগারে পাঠিয়েছে। মামলার এজাহারে জানা যায়, ২০১২ সালের ২৭ মে মেয়র আশরাফুল ইসলাম মেহেরপুর-২ (গাংনী) আসনের এমপি মকবুল হোসেনকে অস্ত্র উঁচিয়ে হুমকি দেন। পরে র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা আশরাফুল ইসলামের বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার, তিন রাউন্ড গুলি ও ম্যাগাজিনসহ তাকে গ্রেফতার করে। এ বিষয়ে অস্ত্র আইনে থানায় মামলা করা হয়। আশরাফুল ইসলাম হাই কোর্ট থেকে জামিন নিয়েছিলেন। দীর্ঘদিন মামলা তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশিট দেন।

সর্বশেষ খবর