সোমবার, ১৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বসুন্ধরা এলপি গ্যাসের ‘নিরাপদ নিবাস’

মাগুরা প্রতিনিধি

বসুন্ধরা এলপি গ্যাসের ‘নিরাপদ নিবাস’

কুইজবিজয়ীর হাতে বসুন্ধরা এলপি গ্যাস সিলিন্ডার তুলে দিচ্ছেন চিত্রনায়িকা পপি

‘এলপি গ্যাস ব্যবহারের প্রশিক্ষণ নিন, নিরাপদ থাকুন’ স্লোগান নিয়ে শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা এলপি গ্যাস দেশব্যাপী সচেতনাতামূলক ক্যাম্পেইন শুরু করেছে। এরই ধারাবাহিকতায় গতকাল মাগুরার ফাতেমা কমিউনিটি সেন্টারে ১০০ জন গৃহিণীর অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রতিনিধিত্ব করেন বসুন্ধরা এলপিজির হেড অব ডিভিশন সেলস মীর টিআই ফারুক রিজভী। বিশেষ অতিথি ছিলেন চিত্রনায়িকা পপি। ফারুক রিজভি বলেন, ‘বসুন্ধরা এলপি গ্যাস সিলিন্ডার ল্যাবরেটরিতে বিভিন্ন ধাপে পরীক্ষা-নিরীক্ষার পর বাজারে সরবরাহ করা হয়। ফলে এর সিলিন্ডারের সর্বোত্তম সুরক্ষা নিশ্চিত করা হয়। তিনি এলপি গ্যাসের পরিচিতি, বৈশিষ্ট্য, নানা তথ্য-উপাত্ত, গ্যাসের চুলা ব্যবহারে সাবধানতার কৌশল সচিত্র উপস্থাপন করেন। অনুষ্ঠানে বসুন্ধরা এলপি গ্যাসের পক্ষে মোজাহিদুল ইসলাম, আরিফ সিদ্দিক, সাইফুর আজিম, সাংবাদিক সামসুজ্জামান শাহিন, শামীম খান, খান রকিবুল হক দিপু, জয়ন্ত জোয়ার্দারসহ স্থানীয় পরিবেশক ও গণ্যমান্য ব্যক্তিরা।

সর্বশেষ খবর