সোমবার, ১৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

গৌরব ধরে রাখার দায়িত্ব ছাত্রলীগের

—মির্জা আজম

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, ‘সংগঠনের ঐতিহ্য ও গৌরব ধরে রাখার দায়িত্ব ছাত্রলীগের। আজ তোমাদের উপস্থিতি প্রমাণ করে মাদারগঞ্জ ছাত্রলীগ দেশের মডেল। তোমরা রাজনীতির পাশাপাশি ভালোভাবে লেখাপড়া করবে। এক সময় এমপি, মন্ত্রীসহ দেশের শীর্ষস্থানগুলোতে অবস্থান করবে। দেশের  ও মা-বাবার মুখ উজ্জ্বল করবে। বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বালিজুড়ী এফএম উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্র সমাবেশে মন্ত্রী এ কথা বলেন। মাদারগঞ্জ ছাত্রলীগ সভাপতি মাসুদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল আমিন চাঁন, সদস্য নারায়ণচন্দ্র পাল রানা, উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, মোশারফ হোসেন বাদল, জেলা ছাত্রলীগ সভাপতি নিহাদুল আলম নিহাদ প্রমুখ।

সর্বশেষ খবর