সোমবার, ১৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

এক পলক

মা সমাবেশ

কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের পাথালিয়া কে এ উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য হাসান ইমান খান সোহেল হাজারী। উদ্বোধন করেন কালিহাতীর সহকারী কমিশনার (ভূমি) নাফিসা আক্তার। সভাপতিত্ব করেন বাংড়া ইউনিয়ন চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ। —টাঙ্গাইল প্রতিনিধি

অটোবাইকে চাদর পেঁচিয়ে মৃত্যু

ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা পৌরসভার বিশ্বরোড মোড় এলাকায় গতকাল বিকালে ব্যাটারিচালিত অটোবাইকের মোটরে চাদর পেঁচিয়ে ফাঁস লেগে অজ্ঞাতপরিচয় এক মহিলার (৫৫) মৃত্যু হয়েছে। ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ অটোটি জব্দ করলেও চালক পালিয়ে যান। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাজুল ইসলাম।

—ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

দুই বিএনপি নেতা গ্রেফতার

নাশকতার অভিযোগে করা মামলায় সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি অমর কৃষ্ণ দাস ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান রানাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দুপুরে সদর থানা পুলিশ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে তাদের গ্রেফতার করে। পুলিশ জানায়, অমর কৃষ্ণের বিরুদ্ধে চারটি ও রানার বিরুদ্ধে দুটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।—সিরাজগঞ্জ প্রতিনিধি

বিশ্বনাথ আ.লীগের কমিটি

সম্মেলনের ২ বছর পর বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার রাতে পংকি খানকে সভাপতি ও ফারুক আহমদকে সাধারণ সম্পাদক করে ৭৬ সদস্যের কমিটির অনুমোদন দিয়েছে সিলেট আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুত্ফুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। 

—বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

‘সমৃদ্ধি’ কর্মসূচি শীর্ষক আলোচনা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রামীণ অতিদরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ‘সমৃদ্ধি’ কর্মসূচি বাস্তবায়ন শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। নিলফা বয়রা উচ্চ বিদ্যালয়ে গতকাল আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ। শান্তিমণি চাকমার সভাপতিত্বে বক্তৃতা করেন প্রফেসর ড. সাইফুদ্দিন আহমেদ, ড. মো. জসীমুদ্দীন, হাসিবুল হাসান খান প্রমুখ।  —গোপালগঞ্জ প্রতিনিধি

টেক্সটাইল মিলে আগুন

নরসিংদীর মাধবদীতে একটি টেক্সটাইল মিলে গতকাল ভোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মাধবদী ও নরসিংদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। টেক্সটাইল কর্তৃপক্ষের দাবি আগুনে প্রায় চার কোটি টাকার ক্ষতি হয়েছে। এতে হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশের ধারণা শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। —নরসিংদী প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর