সোমবার, ১৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টির পর দখলের সাইন বোর্ড!

সাভার প্রতিনিধি

আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ নেতা কবির হোসেন সরকারের বিরুদ্ধে। কবির হোসেন আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক। শনিবার রাতে আশুলিয়ার বাগবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অভিযুক্ত যুবলীগ নেতা কবির সরকার জমি নিয়ে বিরোধের বিষয়টি স্বীকার করলেও গুলি বর্ষণের কথা অস্বীকার করেন। আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও ওই জমিতে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি অবগত নন বলে জানান। চক্রবর্তী পুলিশ ক্যাম্পের এসআই নয়ন জানান, স্থানীয় আজিজ সরকারের সঙ্গে যুবলীগ নেতা কবির সরকারের জমি নিয়ে বিরোধ চলছে। জমিতে আদালতের নিষেধাজ্ঞাও আছে। সংঘর্ষ এড়াতে উভয়পক্ষকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আবদুল আজিজ ও স্থানীয়রা জানান, ৩০ বছরেরও বেশি আগ থেকে বাগবাড়ী এলাকায় ৪৬ শতাংশ জমি ক্রয় করে ভোগ দখল করে আসছেন আজিজ। কয়েক বছর ধরে যুবলীগ নেতা কবির হোসেন জাল দলিল করে জমিটির মালিকানা দাবি করতে থাকেন। কবির হোসেন আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক হওয়ার পর থেকে জমি ছেড়ে দেওয়ার জন্য তাদের পরিবারের সদস্যদের হুমকি দিতে শুরু করেন।.

সর্বশেষ খবর