বুধবার, ১৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

এক পলক

গাছে যুবকের লাশ

নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের টঙ্গীরঘাট এলাকা থেকে নাবিল প্রধান নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। নাবিল প্রধান উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকার বাচ্চু প্রধানের ছেলে। নাবিল প্রধানের বাবা বাচ্চু প্রধানের অভিযোগ, সোমবার রাতে ওয়াজ মাহফিলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি নাবিল প্রধান। ছেলে নাবিল প্রধানকে হত্যার পর টঙ্গীরঘাট এলাকায় গাছে ঝুলিয়ে রাখা হয়। —রূপগঞ্জ প্রতিনিধি

 

নবীনগরে ইসলামী ঐক্যজোটের প্রার্থী ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে মাওলানা মেহেদী হাসানকে ইসলামী ঐক্যজোটের একক প্রার্থী ঘোষণা করা হয়েছে। গতকাল  নবীনগরে সাংগঠনিক কার্যালয়ে এ সমবিনিময় সভা হয়। এতে প্রধান অতিথির বক্তবে ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মুফতি আবুল হাসনাত আমিনী ইসলামী ঐক্যজোটের নির্বাহী কমিটির অন্যতম সদস্য মেহেদী হাসানকে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসন থেকে একক প্রার্থী ঘোষণা করেন।

তিনি বলেন, আগামীতে ইসলামী ঐক্যজোট ৩০০ আসনে প্রার্থী দেবে। শেষ পর্যন্ত যদি কারও সঙ্গে আমাদের জোট হয় তাহলেও ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনটি আমরা ছাড়ব না, কেননা ইসলামী ঐক্যজোটের প্রয়াত  চেয়ারম্যান ফজলুল হক আমিনী মেহেদী হাসানকে এ আসনের জন্য মাঠে নামিয়েছিলেন। —ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

 

৬ কোটি টাকা ব্যয়ে মাদরাসা

টঙ্গীতে ‘লালমননেছা জামিয়া ইসলামিয়া গুটিয়া মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ছয় কোটি টাকা ব্যয়ে টঙ্গীর প্রত্যন্ত নিরিবিলি এলাকা গুটিয়ায় সোমবার রাতে মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক টঙ্গী পৌরসভার মেয়র গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান। মায়ের দোয়া রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টঙ্গীর বিশিষ্ট ব্যবসায়ী মো. কামরুজ্জামান নিজস্ব অর্থায়নে নিজের মায়ের নামে মাদরাসাটি প্রতিষ্ঠা করছেন। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি হিরণ মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন কাউন্সিলর মজিবুর রহমান, সাবেক কাউন্সিলর আব্দুল আলিম মোল্লা, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওয়াহেদ আলী । —টঙ্গী প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর