শনিবার, ২০ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

চার জেলায় সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত, আহত ২৭

প্রতিদিন ডেস্ক

সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৭ জন। বৃহস্পতিবার রাত ও শুক্রবার বিভিন্ন সময় এ সব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর— ফরিদপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও কমপক্ষে ২১ জন আহত হয়েছেন। জানা গেছে, বৃহস্পতিবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের করিমপুর নামক স্থানে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানকে মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালকসহ তিনজন আহত হন। তাদের হাসপাতালে নেওয়ার পথে মারা যান রাসেল তালুকদার ও রিমন মন্ডল। মোটরসাইকেলের অপর আরোহী আহত রাব্বিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, গতকাল ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালীর বোয়ালিয়া নামক স্থানে ঈগল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই বাসের হেলপার রাজা মিয়া নিহত হন। আহত হয় কমপক্ষে ২০ জন। দিনাজপুর : দিনাজপুর-ঘোড়াঘাট-ঢাকা মহাসড়কের নবাবগঞ্জে গরুবাহী মিনি ট্রাকের সঙ্গে ট্রলির সংঘর্ষে  সফিরুল ইসলাম নামে ট্রলির হেলপার এবং বিরামপুরে বালু বোঝাই ট্রাকের সঙ্গে রিকশার সংঘর্ষে রিকশাচালক দিলিপ পাহান নিহত হয়েছেন। নিহত সফিরুল ইসলাম ঘোড়াঘাট উপজেলার কানাগাড়ি গ্রামের কাদের মিস্ত্রির ছেলে এবং দিলিপ পাহানের বাড়ি বিরামপুর পৌরসভার মাহালীপাড়ায়। চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ড থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় সৌরভ হোসেন (৩২) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার বন্ধু সোহেল মিয়া। নিহত সৌরভ ঢাকার জুরাইনের বাসিন্দা মুজিবর রহমানের ছেলে। সোনারগাঁ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নয়াগাঁও এলাকায় গতকাল কাভার্ড ভ্যান সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে মোশারফ হোসেন (৪২) নামে এক ব্যক্তি নিহত হন। আহত হন নারীসহ আরো পাঁচজন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মোশারফ হোসেন সোনারগাঁ উপজেলার ঝাউচর এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

সর্বশেষ খবর