শনিবার, ২০ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বছরে ১০ হাজার অন্ধের দৃষ্টি ফেরানোর উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, যশোর

চোখের ছানি অপারেশনের মাধ্যমে বছরে ১০ হাজার অন্ধ মানুষের দৃষ্টি ফেরাতে চায় বেসরকারি সংস্থা আদ্-দ্বীন। এ লক্ষ্যে সংস্থাটির পাঁচ হাজার কর্মকর্তা-কর্মচারীর ছয়দিনের বেতন দিয়ে ইতোমধ্যেই কোটি টাকার ফান্ড তৈরি করা হয়েছে। শুক্রবার সকালে যশোরের মনিরামপুর উপজেলার বোয়ালিয়া ঘাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে চোখের ছানি অপারেশন ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অমলেন্দু মুখার্জী। তিনি স্থানীয় ৪০ জন দুস্থ নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র হিসেবে লেপ বিতরণ করেন। আয়োজকরা জানান, গতকাল মনিরামপুর উপজেলার বোয়ালিয়া ও সংলগ্ন এলাকার ৭০ জন দুস্থ নারীপুরুষের চোখের অপারেশন বিনামূল্যে করা হয়। তাদের প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে।

 

সর্বশেষ খবর