শনিবার, ২০ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

এক পলক

বক্ষব্যাধি প্রতিরোধে সেমিনার

কুমিল্লায় চিকিৎসকদের সংগঠন বিএমএ কুমিল্লার উদ্যোগে সহস্রাধিক চিকিৎসক নিয়ে আয়োজন করা হয় বক্ষব্যাধি প্রতিরোধে সাইন্টিফিক সেমিনার। বৃহস্পতিবার রাতে নগরীর টাউন হল বীরচন্দ  নগর মিলনায়তনে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. প্রাণ গোপাল দত্ত। শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা সদর-৬ আসনের সংসদ সদস্য আ.ক.ম. বাহাউদ্দিন বাহার। বিএমএ কুমিল্লা জেলা শাখার সভাপতি ডা. আবদুল বাকী আনিছের সভাপতিত্বে অনুষ্ঠানে ‘এজমা ও সিওপিডি’ চিকিৎসার ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ডা. রাশেদুল হাসান। বক্তব্য রাখেন, বিএমএ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসিমসহ আরো অনেকে। অনুষ্ঠানে কুমিল্লার তিনজন প্রবীণ চিকিৎসক ডা. মো. হেদায়েত উল্লাহ, ডা. মো. শহীদুল্লাহ ও ডা. এমএস আলমকে সম্মাননা প্রদান করা হয়। —কুমিল্লা প্রতিনিধি

মাগুরায় চার লেনের কাজ শুরু

ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা সদর উপজেলার রামনগর থেকে আবালপুর পর্যন্ত ১০ কিলোমিটার রাস্তার চার লেনের কাজ শুরু হয়েছে। রামনগরে গতকাল নির্মাণ কাজের উদ্বোধন ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল্লাহ হেল বাকি হোসেন প্রমুখ। —মাগুরা প্রতিনিধি

ইউপি চেয়ারম্যান বরখাস্ত

কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদকে মাদক ও বিস্ফোরক মামলায় সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ১০ জানুয়ারি প্রজ্ঞাপনটি জারি হলেও বৃহস্পতিবার তা কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের হাতে এসে পৌঁছে। বিষয়টি শুক্রবার বিকালে জানাজানি হয়। আজাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় দায়ের করা মামলা গত বছর ৩০ জানুয়ারি আদালতে গৃহীত হয়।

—ঝিনাইদহ প্রতিনিধি

সড়কের নির্মাণ কাজ উদ্বোধন

করিমগঞ্জ উপজেলার খুদিরজঙ্গল থেকে দেওয়ানগঞ্জ বাজার এবং কিরাটন সমিতির বাজার থেকে গাবতলী পর্যন্ত তিন কিলোমিটার দুটি সড়কের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু শুক্রবার এই কাজের উদ্বোধন করেন। ইসলামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি এবিএম সিরাজুল ইসলাম। উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মুক্তার হোসেন, অ্যাডভোকেট তারেকউদ্দিন আহমদ আবাদ, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন খান দিদার, ইউএনও মাহমুদা, জাপা নেতা দেলোয়ার হোসেন দুলাল প্রমুখ। —কিশোরগঞ্জ প্রতিনিধি

ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগ

ঝিনাইদহের মহেশপুরে সরকারি বীর শ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান ডিগ্রি কলেজে নানা অনিয়ম দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অনিয়মের কারণে প্রতিষ্ঠানের শৃঙ্খলাসহ প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছে। ভুক্তভোগীরা এই অনিয়ম-দুর্নীতির ব্যাপারে কলেজের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষকরা বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ আমিনুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন কলেজে কোনো অনিয়ম হচ্ছে না। কলেজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যা ও বানোয়াট। কিছু শিক্ষক অনৈতিক সুযোগ সুবিধা না পেয়ে অপপ্রচার চালাচ্ছে।

—ঝিনাইদহ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর