সোমবার, ২২ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

শ্রমিক আন্দোলনে উত্তাল খুলনা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

বকেয়া মজুরি পরিশোধসহ ১১ দফা দাবিতে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা গতকাল লাঠি মিছিল করেছেন। নগরীর খালিশপুর ও আটরা শিল্পাঞ্চলের শ্রমিকরা নিজ নিজ মিল গেটে জড়ো হয়ে একযোগে লাঠি মিছিলে যোগ দেন। মিছিলটি শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিল গেটে এসে শেষ হয়। খুলনা-যশোর পাটকল শ্রমিক সিবিএ-ননসিবিএ পরিষদ এ কর্মসূচির আয়োজন করে। আন্দোলনরত পাটকল শ্রমিক নেতারা জানান, একই দাবিতে ২৪ জানুয়ারি ভুখা মিছিল, ২৫ জানুয়ারি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়, ২৬ জানুয়ারি বিকালে জনসভা, ২৮ জানুয়ারি থেকে ৪৮ ঘণ্টা ধর্মঘট ও বিক্ষোভ এবং ৩১ জানুয়ারি রেলপথ-রাজপথ অবরোধ করা হবে। বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) সূত্রে জানা গেছে, বকেয়া মজুরি পরিশোধের দাবিতে ২৮ ডিসেম্বর থেকে খুলনার ৮টি রাষ্ট্রায়ত্ত পাটকলে শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন। এতে পাটকলগুলোতে প্রায় ৪ হাজার ৪০০ মেট্রিক টন পাটপণ্য উৎপাদন ব্যাহত হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৪৪ কোটি টাকা। এর মধ্যে আংশিক মজুরি পাওয়ায় গত বৃহস্পতিবার থেকে দৌলতপুর ও খালিশপুর জুট মিলের শ্রমিকরা কাজে যোগ দেন। তবে বাকি ৬টি পাটকলের শ্রমিকরা কর্মবিরতি অব্যাহত রেখেছেন। খুলনা-যশোর পাটকল শ্রমিক সিবিএ-ননসিবিএ পরিষদের নেতা এসএম জাকির হোসেন বলেন, শ্রমিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর