সোমবার, ২২ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

রোটাভাইরাস আক্রান্ত হচ্ছে শিশুরা, হাসপাতালে ভিড়

চাঁদপুর প্রতিনিধি

রোটাভাইরাস আক্রান্ত হচ্ছে শিশুরা, হাসপাতালে ভিড়

মতলব আইসিডিডিআরবিতে ভর্তি শিশুদের একাংশ

চাঁদপুরের মতলব আইসিডিডিআরবি হাসপাতালে রোটাভাইরাসে আক্রান্ত জেলার শত শত শিশু প্রতিদিন ভর্তি হচ্ছে। তীব্র শীতের সঙ্গে পাপ্লা দিয়ে এ জেলায় বেড়েছে রোটা ভাইরাসজনিত ডায়রিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা। গড়ে প্রতিদিন ১৯০-২০০ শিশু হাসপাতালে ভর্তি হচ্ছেন। জানা যায়, গত ৪ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত ১৫ দিনে এই রোগে আক্রান্ত হয়ে প্রায় চার হাজার শিশু মতলবের আইসিডিডি আরবিতে ভর্তি হয়েছে। যা স্বাভাবিক সময়ের চেয়ে তিনগুণ বেশি। মতলব আইসিডিডিআরবি কার্যালয় সূত্র জানায়, রোটাভাইরাস আক্রান্ত যেসব শিশু গত ১৫ দিনে এই হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে তাদের বয়স ৫ মাস থেকে ৬ বছর। শুক্রবারও এ হাসপাতালে ১৭৮ শিশু ভর্তি ছিল বলে জানান তিনি। সরেজমিনের দেখা যায়, প্রতিটি ওয়ার্ডে ডায়রিয়া আক্রান্ত শিশুর বেশি ভিড়। বহির্বিভাগেও অপেক্ষমাণ অনেক শিশু রোগী দেখা যায়। ১২০ শয্যার এই হাসপাতালে ওয়ার্ডগুলোতে বিছানা সংকুলান না হওয়ায় বারান্দায় তাঁবু টানিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসক চন্দ্র শেখর দাস জানান,  আক্রান্ত শিশুদের খাবার স্যালাইনের পাশাপাশি মায়ের বুকের দুধ খাওয়াতে হবে।

সর্বশেষ খবর