সোমবার, ২২ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

সাগরে মিলছে না মাছ, শুঁটকি পল্লী ছাড়ছেন জেলেরা

বাগেরহাট প্রতিনিধি

বঙ্গোপসাগর পাড়ের সুন্দরবনের দুবলার চর এলাকায় দেখা দিয়েছে মাছ সংকট। সাগরে আশানুরূপ মাছ না পেয়ে অনেকটা নিরাশ হয়েই লোকসানের বোঝা নিয়ে দুবলার বিভিন্ন চরের শুঁটকি পল্লী ছেড়ে যেতে শুরু করেছেন জেলেরা। মাছের অভাবে বিগত বছরগুলোর তুলনায় এবার দুবলার শুঁটকি খাত থেকে রাজস্ব কমে যাওয়ার আশঙ্কা করছে সুন্দরবন বিভাগ। ভালো মাছ ধরা পড়ার আশায় গত শুক্রবার দুবলা চরের মসজিদে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দুবলা শুঁটকি পল্লীর ফরেস্ট রেঞ্জার কাজী মোকাম্মেল কবির বলেন, চলতি বছরের টার্গেট ২ কোটি টাকার রাজস্ব আদায়ের চেষ্টা করা হচ্ছে। সুন্দরবন বিভাগ জানায়, প্রতি বছর সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় দুবলার বিভিন্ন চরে শুঁটকি পল্লীতে সুন্দরবন বিভাগের নিয়ন্ত্রণে মাছ শুঁটকিকরণ প্রক্রিয়া শুরু হয়। ফলে দুবলার শুঁটকি পল্লী থেকে দেড় থেকে দুই কোটি টাকা রাজস্ব আয় হয়ে থাকে। চলতি মৌসুমে এখানে মাছ শুঁটকি প্রক্রিয়াকরণ কাজ প্রায় এক মাস পর শুরু হয়। মৌসুম শুরুর পর পরই সরকারি ঘোষণা অনুসারে ১ থেকে ২২ অক্টোবর ইলিশ আহরণ বন্ধে বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরা বন্ধ থাকে। এরপর ২৮ অক্টোবর থেকে ৫ নভেম্বর রাস মেলা উপলক্ষে বন্ধ থাকে মাছ আহরণ ও শুঁটকিকরণ কাজ। এক মাস বিলম্বে শুঁটকি কার্যক্রম শুরু, ইলিশ ধরায় নিষেধাজ্ঞা ও রাসমেলা উপলক্ষে আরও প্রায় এক মাস শুঁটকি প্রক্রিয়া বন্ধ ছিল। এ কারণে চলতি শুঁটকি মৌসুমে বঙ্গোপসাগরে মাছ ধরা ও মাছ শুকানোতে দুই মাস সময় এমনিতেই চলে গেছে। সূত্র আরও জানায়, এ সবের পর চলতি মাসে শীত জেঁকে বসায় সুন্দরবন উপকূলে বঙ্গোপসাগরে আশানুরূপ মাছ পাচ্ছেন না জেলেরা। শুঁটকি পল্লীর জেলে ব্যবসায়ী আল আমিন, মহাজন কামালসহ অনেকে। এবার শীতের প্রকোপ বেশি থাকায় পানি অত্যন্ত ঠাণ্ডা। ফলে গভীর সাগরের মাছ উপরে উঠে আসছে না।

সর্বশেষ খবর