সোমবার, ২২ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
চাকরি জাতীয়করণের দাবি

সিএইচসিপিদের দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি

প্রতিদিন ডেস্ক

চাকরি জাতীয়করণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল দ্বিতীয় দিনের মতো সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করেছেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি)। এ সময় বক্তারা বলেন, একাধিকবার বিভিন্ন প্রজ্ঞাপন জারি করেও স্বাস্থ্যসেবাকর্মীদের চাকরি স্থায়ীকরণ হচ্ছে না। তারা হাই কোর্টের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি দাবি জানান। টানা কর্মবিরতির ফলে ভোগান্তিতে পড়ছেন রোগীরা। প্রতিনিধিদের খবর—

লক্ষ্মীপুর : সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় চত্বরে কর্মসূচি চলাকালে বক্তৃতা করেন জাহাঙ্গীর আলম, তুহিন আক্তার প্রমুখ। নরসিংদী : সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় বক্তৃতা করেন মাহবুবুর রহমান, সোহেল আব্বাস। সিরাজগঞ্জ : প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন। টাঙ্গাইল : সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  সিএইচসিপি অ্যাসোসিয়েশন সদর শাখার উদ্যোগে কর্মসূচি পালিত হয়। বক্তৃতা করেন সজীব, তোফাজ্জল হোসেন। নোয়াখালী : চাটখিলে আন্দোলনরত অবস্থায় গতকাল শিশু জন্ম দেন এক কমিউনিটি হেল কেয়ার প্রোভাইডার। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কন্যা সন্তানের জন্ম হয়। শেরপুর : ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অবস্থান ধর্মঘট পালিত হয়।

সর্বশেষ খবর