সোমবার, ২২ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

মুক্তিপণের টাকাসহ ছাত্রলীগ কর্মী গ্রেফতার, মামলা

ডিবি পরিচয়ে অপহরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে সৌদিপ্রবাসীকে অপহরণের পর মুক্তিপণের টাকা নেওয়ার সময় হাতেনাতে রেজাউল করিম ওরফে রানা (২৬) নামে একজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে জেলা ঈদগাহ মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়। রেজাউল দক্ষিণ মোড়াইল এলাকার মিজানুর রহমানের ছেলে। মামলা বাদী জহিরুল ইসলাম জানান, রেজাউল করিম নিজেকে জেলা ছাত্রলীগের সহসভাপতি বলে দাবি করেন। এরআগে অপহরণের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় অভিযোগ করা হয়। আসামি করা হয়েছে রেজাউল করিম, জেলা ছাত্রলীগের সহসম্পাদক অনীক পাল ও পাভেল মিয়া ও শান্তকে।

জেলা ছাত্রলীগ সভাপতি মাসুম বিল্লাহ বলেন, ‘রেজাউল করিম ওরফে রানা ছাত্রলীগের কোনো নেতা-কর্মী নন। জেলা ছাত্রলীগের সহসম্পাদক পদে থাকা নেতার নাম অনীক পাল।’ সদর থানার এসআই ইশতিয়াক আহমেদ জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় অপহূতের পক্ষ থেকে মামলা হয়েছে। মামলায় রেজাউল করিমকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে। মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় সরাইল উপজেলার বছিউড়ার সফিকুল ইসলাম শহরের কাউতলীর দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলে তিনজন তার গতিরোধ করে নিজেদের ডিবির লোক পরিচয় দেন। কিছুক্ষণ পর মোটরসাইকেলে আরেকজন ঘটনাস্থলে আসে। তিনিও নিজেকে ডিবি পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে সফিককে একটি পরিত্যক্ত কক্ষে নিয়ে যায়।  সেখানে সফিকের কাছে অস্ত্র আছে বলে তারা তাকে বেধড়ক মারধর শুরু করেন ও পাঁচ লাখ টাকা মুক্তিপণ চান।

সর্বশেষ খবর