সোমবার, ২২ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

রূপা ধর্ষণ ও হত্যায় আরও তিনজনের সাক্ষ্য প্রদান

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে ঢাকার আইডিয়াল ‘ল’ কলেজের শিক্ষার্থী রূপা খাতুনকে গণধর্ষণ ও হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকীসহ  তিনজন গতকাল আদালতে সাক্ষ্য দিয়েছেন। অন্য দুজন হলেন— রূপা যে বাসে ধর্ষণের শিকার হয়েছেন সেই ছোঁয়া পরিবহনের মালিক আমেনা খাতুনের স্বামী আখতারুজ্জামান ছেলে সাব্বির হোসেন।

টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের দায়িত্বে থাকা প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবুল মনসুর মিয়ার আদালতে দুপুর সোয়া ১২টা থেকে একটা পর্যন্ত সাক্ষ্য গ্রহণ করা হয়।  উল্লেখ্য, গত ২৫ আগস্ট বগুড়া থেকে ময়মনসিংহ যাওয়ার পথে রূপা খাতুনকে চলন্ত বাসে পরিবহন শ্রমিকরা ধর্ষণ করে। পরে তাকে ঘাড় মটকে হত্যা করে টাঙ্গাইলের মধুপুর বন এলাকায় ফেলে রেখে যায়। পুলিশ ওই রাতেই তার মরাদেহ উদ্ধার করে।

সর্বশেষ খবর