মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

‘জ্যাকব টাওয়ার’ উদ্বোধন কাল, থাকবেন রাষ্ট্রপতি

এম আবু সিদ্দিক, চরফ্যাশন

ভোলার চরফ্যাশনে দেশের সুউচ্চ ‘জ্যাকব টাওয়ার’ উদ্বোধন করা হবে কাল। এ দিন দুপুর সোয়া ২টায় সর্বাধুনিক এ টাওয়ার উদ্বোধন করবেন রাস্ট্রপতি মো. আবদুল হামিদ। এর আগে গত ১৬ জানুয়ারি ‘জ্যাকব টাওয়ার’ উদ্বোধনের কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে রাষ্ট্রপতির পূর্বঘোষিত সফরসূচি বাতিল করা হয়।

চরফ্যাশন পৌরমেয়র বাদল কৃষ্ণ জানান, ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি টাওয়ারের নির্মাণ কাজ শুরু হয়। প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে দীর্ঘ ছয় বছরে ২৫০ ফুট সুউচ্চ জ্যাকব টাওয়ারের নির্মাণ শেষ হয়। টাওয়ারটি সর্বোচ্চ আট মাত্রার ভূমিকম্প সহনীয়। এই টাওয়ার নির্মাণের উদ্যোক্তা ও পরিকল্পনা পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির। নকশা ও নির্মণশৈলী বাস্তবায়ন করেছেন বুয়েটের প্রফেসর প্রকৌশলী একেএম শামিমুজ্জামান বসু ও আর্কিটেক্ট একেএম কামরুজ্জামান লিটন। ২০১৫ সালের ৮ মে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহম্মেদ ওয়াচ টাওয়ার নাম পরিবর্তন করে ‘জ্যাকব টাওয়ার’ নামকরণ করেছেন।

সর্বশেষ খবর