মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
লালমনিরহাটে মামলা

প্রতিদিনের প্রতিনিধিও খালাস পেলেন

লালমনিরহাট প্রতিনিধি

২০১২ সালে লালমনিরহাটের সাবেক এক রেল কর্মকর্তার দায়ের করা মিথ্যা অভিযোগে মানহানি মামলা থেকে খালাস পেলেন বাংলাদেশ প্রতিদিনের লালমনিরহাট জেলা প্রতিনিধি রেজাউল করিম মানিক। ওই সময় বাংলাদেশ প্রতিদিনে ‘লালমনিরহাট রেল বিভাগের মূর্তিমান আতঙ্ক ওয়ারেস’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হলে রেল বিভাগে শুরু হয় তোলপাড়। সে সময় রিপোর্টের জন্য বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও প্রতিবেদককে জেলার সর্বস্তরের মানুষ অভিনন্দন জানালেও ক্ষুব্ধ হন রেলের ওই সাবেক কর্মকর্তা। তিনি ২০১২ সালের ২১ জুন আদালতে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক, প্রকাশ ও জেলা প্রতিনিধির বিরুদ্ধে মানহানি মামলা করেন। মামলার প্রাথমিক তদন্তেই অব্যাহতি পান সম্পাদক ও প্রকাশ। শুধু জেলা প্রতিনিধির বিরুদ্ধে মামলাটি দীর্ঘদিন চললেও বাদী আসামির বিরুদ্ধে আদালতে কোনো সাক্ষী ও মামলার সপক্ষে কোনো কাগজপত্র দাখিল করতে পারেননি। তাই লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচার-২ আদালতের বিচারক আফাজ উদ্দিন মানিককে বেকসুর খালাস প্রদান করেন।

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী রেজাউল করিম শাহীন।

সর্বশেষ খবর