মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

মগডালে বিড়াল, উদ্ধার করল ফায়ার সার্ভিস

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগর উপজেলায় তিন দিন ধরে গাছের মগডালে থাকা বিড়ালছানা উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি গাছ থেকে গতকাল ছানাটি উদ্ধার করা হয়।

কমিনিউটি ক্লিনিক কর্মী শাহজাহান বারী ভূইয়া জানান, মগডালে বিড়ালছানা দেখে মনে হচ্ছিল সেটি নামতে পারছে না। পরে জানতে পারি কুকুরের তাড়া খেয়ে বিড়ালছানাটি গাছে আশ্রয় নেয়। তিন দিন ধরে ছানাটি গাছে আছে, তাই ফায়ার সার্ভিসকে ফোন করি। মুরাদনগর ফায়ার সার্ভিস কর্মকর্তা তুষার হোসেন জানান, গাছটি যেমন চিকন তেমনি লম্বা। মাটি থেকে ১১০-১২০ ফুট হবে। ঝুঁকি নিয়ে বিড়াল ছানাটি উদ্ধার করা হয়েছে। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুর রহিম বলেন, ‘তিনদিন না খেয়ে থাকার কারণে ছানাটি কিছুটা দুর্বল হয়ে পড়েছে। তাছাড়া কোনো সমস্যা নেই।

 

সর্বশেষ খবর