মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

এক পলক

ঢাকা-সৈয়দপুর রুটে ডানা মেলল রিজেন্ট এয়ার

ঢাকা-সৈয়দপুর রুটে ডানা মেললো বেসরকারি বিমানসংস্থা রিজেন্ট এয়ারওয়েজ। সৈয়দপুর বিমানবন্দরে গতকাল রিজেন্টের নতুন এই রুটের উদ্বোধন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ। উপস্থিত ছিলেন, রিজেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা লে. জেনারেল এম. ফজলে আকবর এনডিসি (অব.), প্রধান বাণিজ্যিক কর্মকর্তা হানিফ জাকারিয়া, সৈয়দপুর বিমান বন্দরের ব্যবস্থাপক শাহিন আহমেদ প্রমুখ। —নীলফামারী প্রতিনিধি

 

অবৈধ জাল ধ্বংস

চট্টগ্রামের কর্ণফুলীতে প্রায় ৬ লাখ টাকা মূল্যের পাঁচটি ফিশিং ট্রলারের অবৈধ জাল পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার বিভিন্ন এলাকায় গতকাল অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। পরে এসব অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযান পরিচালনা করেন কর্ণফুলীর ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজেন ব্যানার্জি।

—নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

 

চাঁদাবাজি মামলায় নারী সাংবাদিকের জামিন

খুলনায় চাঁদাবাজি মামলায় নারী সাংবাদিক ইশরাত ইভাকে জামিন দিয়েছে আদালত। গতকাল দুপুরে খুলনার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মো. শাহীদুল ইসলাম তাকে জামিন দেন। আদালত সূত্রে জানা গেছে, মামলার অভিযোগপত্রে ৩৮৫ ধারায় চাঁদাবাজির অংশে ইভাকে জামিন দেওয়া হয়েছে। অভিযোগের ৫৭ ধারার আইসিটি অংশটি ঢাকায় সাইবার ট্রাইব্যুনালে যাচাইয়ের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

—নিজস্ব প্রতিবেদক, খুলনা

 

মোহাম্মদ আলী হত্যার বিচার দাবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও গ্রামের মোহাম্মদ আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী।  পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও এলাকায় মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নিহত মোহাম্মদ আলীর মা শিউলি বেগম, স্ত্রী রুনা আক্তার, মামা পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন, হারুন-অর-রশিদ, নুরুল ইসলাম, হাজী সামসুদ্দিন, গোফরান সরকার, হাজী সামসুল হক, হাজী মোতালেব, রোমান মিয়া, মজিবুর রহমান, সেন্টু মিয়া ও মাসুম। মামা যুবলীগ নেতা জাকির হোসেন সরকারের কাছে তার ভাগিনার হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন।

—সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর