মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বুড়িগঙ্গা নদীর ১০ হাজার বর্গফুট দখল

রোমান চৌধুরী সুমন, নারায়ণগঞ্জ

বুড়িগঙ্গা নদীর ১০ হাজার বর্গফুট দখল

নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার সীমান্তবর্তী কাঠপট্টি এলাকায় বালু ফেলে চলছে নদী দখল —বাংলাদেশ প্রতিদিন

নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার সীমান্তবর্তী কাঠপট্টি এলাকায় ড্রেজার দিয়ে বালু ফেলে বুড়িগঙ্গা নদীর পূর্ব তীর দখল ও ভরাটের মহোৎসব চলছে।

সরেজমিনে দেখা গেছে, ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কের পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ সদর থানাধীন কাঠপট্টি খেয়াঘাট সংলগ্ন এলাকায় বাঁশের আড়গাড়া স্থাপন করে রাতের আঁধারে ড্রেজার লাগিয়ে বালু ফেলে বুড়িগঙ্গার পূর্ব তীরের অন্তত ১০ হাজার বর্গফুট এলাকা ভরাট করে ফেলেছেন প্রভাবশালীরা। এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড মেম্বার নূর হোসেন জানান, ওই জায়গাটি নদীর চর এবং আহাম্মদ আলী বেপারী ও আব্দুল হামিদ খোকনের পৈতৃক সূত্রে প্রাপ্ত সম্পদ বলে তিনি দাবি করেন। দুই সপ্তাহ আগে আমাদের সঙ্গে ভরাটের বিষয়ে চুক্তি হওয়ার পরে আমরা ড্রেজার লাগিয়েছিলাম। পরে দর নিয়ে বনিবনা না হওয়ায় ড্রেজার সরিয়ে নিয়েছি। এখন আমাদের কোনো ড্রেজার নেই। বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের উপ-পরিচালক মো. শহীদুল্লাহ জানান, বুড়িগঙ্গা নদীর তীর ভরাট ও দখলের বিষয়ে আমাদের কাছেও খবর এসেছে। আমরা শীঘ্রই দখলমুক্তের অভিযানে বের হবো।

সর্বশেষ খবর