বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

মুহুর্মুহু বোমা বিস্ফোরণে বন্দরে আতঙ্ক, ২ সাংবাদিক আহত

বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোল বন্দর এলাকায় গতকাল শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষ ও মুহুর্মুহু বোমা বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বোমা বিস্ফোরণের ছবি তুলতে গিয়ে হামলায় গুরুতর আহত হন স্থানীয় সংবাদ কর্মী জিয়াউর রহমান জিয়া ও শরীফ উদ্দিন। তাদের ক্যামেরাও ভাঙচুর করা হয়। আহত সাংবাদিকদের যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে বন্দরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার দুইদল শ্রমিকের সংঘর্ষে দুজন আহত হন। এর জেরে গতকাল সকাল থেকে বন্দর এলাকায় শুরু হয় তাণ্ডব। এদিন একের পর এক বোমার বিস্ফোরণে বেনাপোল বাজারের সব দোকানপাট ও বন্দরের প্রধান প্রধান গেট বন্ধ করে দেওয়া হয়। আতঙ্কে আশপাশের বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে। বেনাপোল থেকে এ সময় দূরপাল্লার কোন যান ছেড়ে যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বন্দর এলাকায় অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় বিরাজ করছে থমথমে অবস্থা। পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, বুধবার সকালের দিকে দিঘিরপাড় এলাকায় বোমা বিস্ফোরণ ঘটলেও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে দুই সংবাদকর্মীর ওপর হামলার প্রতিবাদে দুপুরে যশোর শহরে মিছিল করেছেন সাংবাদিকরা।

মিছিল শেষে প্রেস ক্লাবের গেটে অনুষ্ঠিত সভা বক্তৃতা করেন এসএম তৌহিদুর রহমান, মনোতোষ বসু, ফখরে আলম, সাজেদ রহমান প্রমুখ। বক্তারা হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।

সর্বশেষ খবর