শনিবার, ২৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
ভারতের প্রজাতন্ত্র দিবস

হিলি সীমান্তে বিজিবিকে বিএসএফের মিষ্টি উপহার

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের হিলি চেকপোস্টের শূন্য রেখায় ভারতের ৬৯তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিজিবিকে মিষ্টি উপহার দিয়েছে বিএসএফ। এ সময় বিএসএফকেও প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছে বিজিবি। গতকাল সকাল সাড়ে ৯টায় হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাবপিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্য রেখায় বিএসএফের পক্ষ থেকে এই শুভেচ্ছা জানানো হয়। হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার এসি জগদীশ প্রসাদ বিজিবির হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আবু নাছেরের হাতে বিএসএফের পক্ষ থেকে মিষ্টি তুলে দেন।

পরে বিজিবির পক্ষ থেকেও বিএসএফকে মিষ্টি ও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় তারা একে অপরকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে কুশল বিনিময় করেন।সুবেদার আবু নাছের জানান, সীমান্তে সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সুষ্ঠু ও সুন্দরভাবে দুই বাহিনী যেন একসঙ্গে কাজ করতে পারে— সেজন্য দুই দেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে বিজিবি ও বিএসএফ একে অপরকে এভাবে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর