শিরোনাম
শনিবার, ২৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

লক্ষ্মীপুরে পুলিশ-ডাকাত গোলাগুলি

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ ও ডাকাতের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পুলিশের তালিকাভুক্ত ডাকাত বেলজিয়াম সুমন গুলিবিদ্ধ হয়।  এ সময় পুলিশের এসআই কামরুল ইসলাম ও কনস্টেবল মোক্তার হোসেন আহত হন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের বিনোদপুর গ্রামে গতকাল ভোররাতে এ ঘটনা ঘটে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দিকে গুলিবিদ্ধ বেলজিয়াম সুমন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকদের জানান, মধ্যরাতে নানার বাড়ি থেকে ফেরার পথে একটি দোকান থেকে পুলিশ তাকে আটক করে। পরে তার পায়ে গুলি করে হাসপাতালে নিয়ে আসে।

দত্তপাড়া পুলিশ  ফাঁড়ির উপ-পরিদর্শক কামরুল জানান, কয়েকজন ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল, টহলরত পুলিশকে দেখে তারা গুলি চালায়, পুলিশও  আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে ডাকাত বেলজিয়াম সুমন গুলিবিদ্ধ হয়। এতে দুই পুলিশ দুই আহত হন। ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয় বলে জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর