বুধবার, ৩১ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

এক পলক

চাকরির বয়সসীমা বৃদ্ধির দাবি

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর থেকে ৩৫ বছরে উন্নীতকরণের দাবিতে বরগুনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। গতকাল বরগুনা প্রেস ক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ইকবাল আহসান লাভলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, রাহাত খান, আহাদ ইসলাম তুষার, পিয়াস মোর্শেদ, তানভির মিরাজ, স্মৃতি, শাম্মি প্রমুখ। বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৫৯ বছর, ভারতের পশ্চিমবঙ্গে ৪০ বছর, ইতালিতে ৩৫ বছর, সুইডেনে ৪৭ বছর, কানাডাতে ৫৯ বছর।

—বরগুনা প্রতিনিধি

ট্রলারে ডাকাতি নারী আহত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা নদীতে ডাকাতি হয়েছে। সোমবার রাতে আনন্দ বাজার থেকে নুনেরটেক যাওয়ার পথে নদীর মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা স্বর্ণালঙ্কার, মোবাইলসেট, নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় খাজিদা নামের এক নারীকে কুপিয়ে আহত করা হয়। আহত খাদিজাকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। —সোনারগাঁও প্রতিনিধি

গাজীপুরে কম্বল বিতরণ

গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে মঙ্গলবার সন্ধ্যায় হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর জানান, দৃষ্টি প্রতিবন্ধি হতদরিদ্রদের প্রাধান্য দিয়ে কয়েকশ হতদরিদ্র নারী-পুরুষের মাঝে মঙ্গলবার সন্ধ্যায় কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার ইয়াসির আরেফিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জীব কুমার দেবনাথ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবিএম কুদরত এ খোদা প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা ত্রাণও পুনর্বাসন কর্মকতা এবিএম কুদরত এ খোদা জানান, বুধবার অসহায় মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করা হবে। —গাজীপুর প্রতিনিধি

কৃষক সমিতির বিক্ষোভ

৫ দফা দাবিতে বরিশালের বাবুগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় কৃষক সমিতি। গতকাল বাবুগঞ্জের খানপুরায় রাশেদ খান মেনন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে সমাবেশে বক্তারা কৃষকদের ৫ দফা কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার, সর্বস্তরে ঘুষ-দুর্নীতি ও দুর্বৃত্তায়ন নির্মূল, কৃষি উপকরণের ভর্তুকি সরাসরি কৃষকের হাতে পৌঁছে দেওয়া, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানোর দাবি জানান।

—নিজস্ব প্রতিবেদক, বরিশাল

গাজীপুরে ভানুয়া-ধীরাশ্রম-টঙ্গী সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

গাজীপুর সিটি করপোরেশনের ভানুয়া-ধীরাশ্রম-টঙ্গী বনমালা রেলক্রসিং সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। জাইকার অর্থায়নে ৩২ কোটি টাকা ব্যয়ে সোয়া ১৫ কিলোমিটার দীর্ঘ সড়কটি নির্মাণ কাজের উদ্বোধন করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেল। এ উপলক্ষে জেলা শহরের ফলপট্টি এলাকায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম রাহাতুল ইসলাম। সড়কটি নির্মিত হলে গাজীপুর শহর থেকে দ্রুত সময়ে এবং যানজটমুক্ত পরিবেশে টঙ্গী রেলক্রসিং পর্যন্ত যাওয়া যাবে। —গাজীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর