বুধবার, ৩১ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ভিসির অপসারণ দাবিতে আইইউটিতে ধর্মঘট চলছে

পররাষ্ট্র কর্মকর্তাদের ক্যাম্পাস পরিদর্শন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের বোর্ডবাজারে অবস্থিত ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) অঙ্গ প্রতিষ্ঠান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ভিসি প্রফেসর ড. মোনাজ আহমেদ নূরের অপসারণ দাবিতে অবস্থান ধর্মঘট অব্যাহত রয়েছে। গতকাল অষ্টম দিনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ দুই কর্মকর্তা চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আইইউটিতে আসেন। তারা পরিস্থিতি নিয়ে প্রো-ভিসির কক্ষে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. খোরশেদ আলম সাংবাদিকদের বলেন, বাংলাদেশ সরকার ও ওআইসির নির্দেশেই প্রকৃত অবস্থা জানতে আইইউটিতে গিয়েছিলাম। বিভিন্নজনের সঙ্গে কথা বলেছি। তিনি আরও বলেন, ওখানে কে কোন দল করেন তা দেখার সুযোগ নেই। সংশ্লিষ্টদের কর্মকাণ্ডই মুখ্য বিষয়। ভিসি যদি এভাবে চলে যান, সেটাও দেশের জন্য যেমন ক্ষতিকর, তেমনি ভিসি যদি থেকে যান, ক্লাস যদি না হয়, তাও আন্তর্জাতিকভাবে আমাদের জন্য ক্ষতিকর। আইইউটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক হামিদুর রহমান জানান, সকাল ৮টা থেকে ছাত্র, শিক্ষক ও কর্মচারীরা সমন্বিতভাবে শিক্ষক-কর্মচারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, ছাত্রীদের হয়রানি, পর্যাপ্ত ল্যাব সুবিধা না পাওয়াসহ ১৩ দফা দাবি বাস্তবায়নে ভিসির অপসারণ চেয়ে ‘সেভ আইইউটি’ স্লোগান লেখা ব্যানার নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে জড়ো হয়। ভিতর থেকে প্রধান ফটকের তালা আটকে তারা সেখানে অবস্থান নিয়ে ভিসির বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে স্লোগান দেয় এবং তার অপসারণ দাবি করে। ভিসি মুনাজ জানান, ওআইসির ড. ইউসেফ বিন আহমাদ আল-ওথাইমিনের কাছে তারা নানা অভিযোগ তুলে আমাকে অপসারণের আবেদন করেছে। এর পরিপ্রেক্ষিতে ওআইসির তরফ থেকে তদন্ত করা হয়েছে। ওই তদন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়ার আগেই তারা আমাকে অপসারণের আন্দোলনে লিপ্ত হয়েছে।

তিনি আরও জানান, তদন্ত প্রতিবেদনে যে সিদ্ধান্ত আসে আমি মাথা পেতে নেব। এর আগে তিনি  আন্দোলনকারীদের যার যার কাজে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন। তিনি ক্যাম্পাসে ঢুকতে না পেরে অন্যত্র বসে একাডেমিক কার্যক্রম পরিচালনা করছেন বলে জানান ভিসি মুনাজ।

সর্বশেষ খবর