বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ঠাকুরগাঁওয়ে জনকণ্ঠসহ তিন সম্পাদকের বিরুদ্ধে মামলা

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও আদালতে জাতীয় দৈনিক জনকণ্ঠসহ তিন পত্রিকা সম্পাদকের বিরুদ্ধে মানহানি মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে মোশারফ হোসেন বাদী হয়ে ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। মোশারফ হোসেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য। মামলায় জনকণ্ঠ সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ, স্থানীয় দৈনিক লোকায়নের সম্পাদক সাকের উল্লাহ ও অনলাইন বালিয়াডাঙ্গী টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত সম্পাদক সামিউল্লাহ সম্রাটকে আসামি করা হয়েছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম মামলাটি আমলে নিয়ে তদন্ত করতে ঠাকুরগাঁও সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে ১৬ এপ্রিলের মধ্যে প্রতিবেদন আদালতে দাখিল করার নির্দেশও দেন। বাদীর আইনজীবী মিজানুর রহমান বলেন, গত সোমবার উদ্দেশ্য প্রণোদিতভাবে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য ইউপি সদস্য মোশারফ হোসনকে জড়িয়ে জনকণ্ঠ, লোকায়ন ও অনলাইন বালিয়াডাঙ্গী টোয়েন্টিফোর ডটকমে একটি সংবাদ প্রকাশিত হয়। এতে ওই ইউপি সদস্যের সামাজিক ও পারিবারিক সম্মান হানি হয়েছে। এজন্য তিনি নিজেই বাদী হয়ে মানহানির ৫০০/৩৪ ধারায় ওই তিন পত্রিকার সম্পাদককে আসামি করে একটি মামলা করেছেন। উল্লেখ্য, বাদী ইউপি সদস্য তার শ্যালিকাকে নিয়ে উধাও হয়েছেন মর্মে সংবাদ প্রকাশ করে এই তিন গণমাধ্যম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর