বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

গাজীপুরে তিন ব্যবসায়ীসহ বিভিন্ন স্থানে নিহত ৯

প্রতিদিন ডেস্ক

গাজীপুরে তিন ব্যবসায়ীসহ বিভিন্ন স্থানে নিহত ৯

গাজীপুরের শ্রীপুরে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে তিন মুরগি ব্যবসায়ী নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন স্থানে সড়কে প্রাণ গেছে আরো ছয়জনের। গতকাল এ সব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় তিন মুরগি ব্যবসায়ী নিহত হয়েছে। আহত হয়েছেন দুজন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার এমসি বাজার এলাকায় গতকাল দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন— যশোর কোতোয়ালি থানার আব্দুর রশীদ মীরের ছেলে আব্দুল হালিম (৫০), গাজীপুর সদর উপজেলার আবুল হোসেনের ছেলে আশিকুর রহমান (২০) ও ময়মনসিংহ ফুলবাড়ীয়ার মোসলেম উদ্দিনের ছেলে জামাল উদ্দিন (৩০)। প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের ওই স্থানে একটি কভার্ড ভ্যান দাঁড়ানো ছিল। ভোর ৫টার দিকে ঢাকাগামী মুরগিবহনকারী পিকআপ দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে। ঘটনাস্থলে মৃত্যু হয় পিকআপে থাকা তিন ব্যবসায়ীর। এছাড়া পিকআপে থাকা ৫০০ মুরগিও মারা যায়। বদরগঞ্জ : রংপুরের বদরগঞ্জে গতকাল মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে সিরাজুল ইসলাম (১৬) ও রোকন মিয়া (১৮) নামে দুই বন্ধু নিহত হয়েছেন। নিহত সিরাজুল বদরগঞ্জের মোল্লাপাড়ার আ. খালেকের ও রোকন একই এলাকার রিয়াজুল ইসলামের ছেলে। রাজশাহী : মহানগরীর কাশিয়াডাঙা এলাকায় গতকাল ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতের নাম নুরুল ইসলাম (২৮)। বাড়ি পবা উপজেলার বেড়াপাড়ায়। টাঙ্গাইল : ধনবাড়ী উপজেলার ধনবাড়ী-নান্দিনা সড়কের আমবাগান মোড়ে ট্রাকচাপায় গতকাল এক ভ্যানচালক নিহত হয়েছেন। চকরিয়া : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় প্রাইভেট কার ও ম্যাজিক গাড়ির সংঘর্ষে গতকাল জানে আলম রোমেন (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হন দুই গাড়ির ১১ যাত্রী। টঙ্গী : গাজীপুরের টঙ্গীতে গতকাল বাসচাপায়  এক পথচারী (৩৪) নিহত হয়েছেন।  ঘটনার পর এলাকাবাসী অনাবিল পরিবহনের একটি বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় ঘটনাস্থলের উভয় দিকে যান চলাচল ব্যাহত হয়।

সর্বশেষ খবর