বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

হবিগঞ্জে কৃষক হত্যায় ১০ জনের ফাঁসি

তিন জেলায় সাত জনের যাবজ্জীবন

প্রতিদিন ডেস্ক

হবিগঞ্জে কৃষক হত্যা মামলায় ১০ আসামির ফাঁসির আদেশ দিয়েছে আদালত। এছাড়া চট্টগ্রাম, সিলেট ও রংপুরে তিনটি হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল এ সব মামলার রায় ঘোষণা করা হয়। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাঘজুর গ্রামে কৃষক আব্দুর রাজ্জাক ওরফে নিবর শাহ (৫২) হত্যা মামলায় ১০ আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাফরুজা পারভিন গতকাল এ আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো— রমিজ আলী, তরিক উল্লাহ, আব্দুর রহমান, আব্দুল মন্নান, বাচ্ছু মিয়া, আব্দুস সালাম, ইউসুফ উল্লাহ, আব্দুল মতলিব, আব্দুল হান্নান ও নাছিম উল্লাহ। আদালত সূত্রে জানা যায়, ২০০১ সালের ২৯ অক্টোবর আব্দুর রাজ্জাক ওরফে নিবর শাহের (৫২) সঙ্গে হাঁস চুরির ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয় রজিম ও তার লোকজনের। ওই দিন বিকালে রজিম আলীসহ তাদের লোকজন পরিকল্পিতভাবে রাজ্জাককে একা পেয়ে বাড়ির পাশে হাওরে উপর্যপরি কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ওই রাতেই রাজ্জাকের ছেলে হারুন ২৭ জনকে আসামি করে বানিয়াচং থানায় হত্যা মামলা করেন। চট্টগ্রাম : সীতাকুণ্ডের বড় কুমিরা বাজারে ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা না পেয়ে ছেলেকে গুলি করে খুনের মামলায় চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন— জামাল উদ্দিন, আলমগীর, লোকমান ও জামাল উদ্দিন। জামিনে গিয়ে বর্তমানে তারা পলাতক রয়েছেন। সিলেট : দক্ষিণ সুরমায় বৃদ্ধা আনোয়ারা খাতুন হত্যার দায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। সাজাপ্রাপ্তরা হলেন— দক্ষিণ সুরমার সিলাম এলাকার বাদশা মিয়ার ছেলে আব্দুস শহীদ ও বরইকান্দি কাজিরখলা গ্রামের দুদু মিয়ার ছেলে ছালিক মিয়া। রংপুর : চাঁদা না পেয়ে লিটন নামে এক যুবককে হত্যার মামলার আসামি শাহীনুর রহমানকে (২২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন রংপুরের একটি আদালত। গতকাল দুপুরে বিশেষ জজ নরেশ চন্দ্র সরকার আসামির উপস্থিতিতে এ রায় দেন।

সর্বশেষ খবর